এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাইয়ের হয়ে মাঠে নেমে চমক দেখান বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে জেতানো ৪টি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন ফিজ। কিন্তু এখন এই ফিজকে নিয়ে সমস্যাই চেন্নাই। এমনকি আজ দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ একাদশে থাকবে কী না তা নিয়ে রয়েছে সংশয়।
এবারের আইপিএলে চেন্নাইয়ের প্রথম ম্যাচে সুযোগ পেতেন না মুস্তাফিজ, যদি মাথিশা পাথিরানা ফিট থাকতেন। পাথিরানার হঠাৎ ইনজুরিতে সুযোগ পান কাস্টার মাস্টার। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে চেন্নাইয়ে যোগ দিয়েছেন পাথিরানা। তার অনুশীলনের ছবিও পোস্ট করা হয়েছে চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে।
এমনকি ম্যাচ প্রিভিউতে বলা হচ্ছে, লঙ্কান এই বোলার পরের ম্যাচ খেলতে প্রস্তুত। গত মৌসুমে ১২ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন পাথিরানা। বিশেষ করে ডেথ ওভারের বোলিংয়ে অন্যতম ভরসা তিনি। তাই তাকে এই মৌসুমেও বাজিয়ে দেখতে দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজকে বসাতে পারে চেন্নাই। তবে মুস্তাফিজ না বসলে একাদশ থেকে বসে যেতে পারেন আরেক লঙ্কান মাহেশ থিকসেনা।
এদিকে আইপিএলের নিয়ম হলো একাদশে ৪ বিদেশি খেলতে পারবেন। কিন্তু চেন্নাইয়ের প্রথম ম্যাচে মুস্তাফিজ ছাড়া বিদেশি ছিলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল ও মহীশ থিকসেনা। পাথিরানাকে ডেকে এ তিনজনকে রেখে একাদশ সাজালে মুস্তাফিজকে বসতে হবে আজ। অন্যথায় আরেকজনকে বসাতে হবে।
এবারের আসরে কোহলির ব্যাঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে ধোনির চেন্নাই। আজ (মঙ্গলবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চেন্নাই। রাত ৮টায় চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
ক্রিকইনফো একটি সম্ভাব্য একাদশ দিয়েছে। সেখানে টসের ওপর বেইজ করে দুটি একাদশ সাজিয়েছে ক্রিকইনফো।
আগে ব্যাটিং করলে চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: ঋতুরাজ গায়কোয়াড় (অধি.), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিভম ডুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মহেশ থিকশানা ও তুশার দেশপান্ডে।
আগে বোলিং করলে চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: ঋতুরাজ গায়কোয়াড় (অধি.), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মহেশ থিকশানা, তুশার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান।
আগে ব্যাটিং করলে গুজরাটের সম্ভাব্য একাদশ: শুভমান গিল (অধি.) ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, আজমতউল্লাহ ওমরজাই, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওতিয়া, রশিদ খান, উমেশ যাদব, সাই কিশোর ও স্পেন্সার জনসন।
আগে বোলিং করলে গুজরাটের সম্ভাব্য একাদশ: শুভমান গিল (অধি.) ঋদ্ধিমান সাহা, আজমতউল্লাহ ওমরজাই, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওতিয়া, রশিদ খান, উমেধ যাদব, সাই কিশোর, স্পেন্সার জনসন ও মুহিত শর্মা।
আরও পড়ুন: ঋণ করে ১১ কোটির বেশি টাকা দিয়ে আলভেজকে মুক্ত করলেন মা-ভাই
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৪/এজে