সদ্য সমাপ্ত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। যতটুকু সময়ই চেন্নাই শিবিরে ছিলেন, কাটিয়েছেন দুর্দান্ত একটি মৌসুম। আইপিএলের শুরু থেকেই মুস্তাফিজকে দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবেই বিবেচনা করে এসেছে চেন্নাই।
মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের জন্যে কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার, তা বোঝা যায় তাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ‘ফিজ’ বন্দনা দেখলেই। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে মুস্তাফিজকে শুভকামনা জানাতে ভুলেনি তার দল চেন্নাই সুপার কিংস।
গতকাল ৩১ মে ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজুর রহমানের বিশ্বকাপ জার্সি পরিহিত একটি ছবি পোস্ট করে। যার ক্যাপশনে লেখা হয়, ‘জাতীয় দলের দায়িত্বে ফিজ।’ সেই পোস্টের কমেন্ট বক্সে অসংখ্য চেন্নাই ভক্তদের মন্তব্য থেকেও বোঝা যায় আইপিএল শেষ হলেও ফিজকে ভোলেননি তারা।
প্রথমবারের মতো চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই ৪ উইকেট শিকার করার পাশাপাশি নিজের সেরা বোলিং করে ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন তিনি। দেশে ফেরার আগ পর্যন্ত ৯ ম্যাচে ১৪ উইকেট তুলে নিয়ে যৌথভাবে আসরের সেরা উইকেট শিকারি ছিলেন ফিজ।
পরবর্তী আসরে যদি সম্পূর্ণ আইপিএল খেলার জন্য মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়া হয়, তবে তাকে দলে ধরে রাখতে চাইবে বলেও জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি। এদিকে আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। তার আগে আজ রাতে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টাইগার।
আরও পড়ুন: পাকিস্তানকে হারাবে আয়ারল্যান্ড, বলছেন অশ্বিন-উথাপ্পা
ক্রিফোস্পোর্টস/১জুন২৪/এফএএস