Connect with us
ক্রিকেট

জন্মদিনে শেন ওয়ার্নকে স্মরণ করে আবেগঘন বার্তা দিলেন সন্তানেরা

shern warn
শেন ওয়ার্ন। ছবি: সংগৃহীত

কথায় আছে কিংবদন্তিদের মৃত্যু নেই। কিংবদন্তিরা তাদের কর্মের মাধ্যমে মানুষের মনের মধ্যে বছরের পর বছর বেঁচে থাকেন। ক্রিকেট ইতিহাসে কিংবদন্তিদের তালিকা করলে শেন ওয়ার্নের নাম আসবে প্রথম সারির দিকে। এই কিংবদন্তি আড়াই বছর আগে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তাঁর জন্মদিন উপলক্ষে সন্তানেরা আবেগঘন পোস্ট দিয়েছেন।

বেঁচে থাকলে ৫৫ তম জন্মদিন উপলক্ষে কেক কাটতেন শেন ওয়ার্ন। তাঁর জন্মদিনের কথা তাঁর পরিবারের সদস্যরা তো বটেই, হাজারও ক্রিকেটপ্রেমীরাও হৃদয়ে গেঁথে রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লেগ স্পিনারের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অসংখ্য ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন:

<হঠাৎ যে দাবি নিয়ে মুখোমুখি অবস্থানে এমবাপ্পে-পিএসজি

ওয়ার্নের বড় মেয়ে ব্রুক ওয়ার্ন বাবার ৫৫তম জন্মদিনে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গতকাল মধ্যরাতে আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন ‘ স্বর্গীয় জন্মদিনের শুভেচ্ছা বাবা তোমাকে। অনেক ভালোবাসি তোমাকে। আজকের দিনটা তোমার জন্য সব সময়ই বিশেষ।’ সুইমিংপুলে বাবা ওয়ার্নের সঙ্গে থাকা একটি ছবি পোস্ট করেছেন ব্রুক।

তাঁর ছেলে জ্যাকসন ওয়ার্ন নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জ্যাকসন বাবা ওয়ার্নের সঙ্গে সেলফি পোস্ট করেছেন এবং ক্যাপশন দিয়েছেন, ‘শুভ জন্মদিন বাবা শেন ওয়ার্ন।’ পোস্ট শেষে দিয়েছেন লাভ ইমোজি। এরপর ৫৫ লিখেছেন হ্যাশট্যাগ দিয়ে।

৫২ বছর বয়সে ২০২২ সালের ৪ মার্চ ৫২ থাইল্যান্ডে মারা যান অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি। সেই সাথে ক্রিকেট পাড়ায় নেমে আসে গভীর শোক। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা লিখেছিলেন দেশি-বিদেশি তারকারা।

১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার ওয়ার্নের। ১৪৫ টি টেস্ট ও ১৯৪ ওয়ানডে ম্যাচ খেলেছেন এই কিংবদন্তি লেগে স্পিনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ১০০১ উইকেট নিয়েছেন ওয়ার্ন। ১৩৪৭ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে অবস্থান করছেন আরেক কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।

ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট