Connect with us
ক্রিকেট

সিলেটকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম, মাশরাফিদের টানা চতুর্থ হার

CC vs ST
সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে এখনো জয়ের দেখা পায়নি সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৪ টিতেই হেরেছে মাশরাফির নেতৃত্বাধীন দলটি। বিপিএলের আরেক দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৫ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে। 

আজ (সোমবার) বিপিএলের ১৩ তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। সিলেটে টস জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে সিলেট। জবাবে ১৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম।

শুরুতে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারেই দুই ওপেনারকে হারায় সিলেট। এরপর হ্যারি টেক্টরের ৪৫, জাকির হাসানের ৩১, রায়ান বার্লের ৩৪ এবং শেষদিকে আরিফুলের ১৭ রানের সুবাধে ১৩৭ রানের পুজি পায় সিলেট। চট্টগ্রামের হয়ে বিলাল খান ৩ টি ও নিহাদুজ্জামান ১ টি উইকেট নেন।

নির্ধারিত জয়ের লক্ষ্যে পৌঁছানোর আগে চট্টগ্রামকে আটকে দেওয়ার মতো বড় কোনো চ্যালেঞ্জ ছুড়তে পারেনি সিলেটের বোলাররা। ফলে খুব সহজেই ১৭.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেন চট্টগ্রাম।

চট্টগ্রামের হয়ে তানজিদ তামিম ৪০ বলে ৫০ ও টম ব্রুস ৪৪ বলে ৫১ রান করেন। সিলেটের হয়ে ১ টি করে উইকেট নেন হ্যারি টেক্টর তানজিম সাকিব।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট স্ট্রাইকার্স: ১৩৭/৪ (২০ ওভার)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৩৮/২ (১৭.৪ ওভার)
ফলাফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৮ উইকেটে জয়ী

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: সুপার সিক্সের পূর্ণাঙ্গ সূচি 

ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট