Connect with us
ক্রিকেট

রাজশাহীকে হারিয়ে ২০২৫ বিপিএলের প্রথম জয় পেল চিটাগাং

Chittagong beats Rajshahi to get first win of 2025 BPL
বিপিএলের প্রথম জয় পেয়েছে চিটাগাং কিংস। ছবি- বিসিবি

দীর্ঘদিন পর বিপিএলে ফিরে শুরুটা প্রত্যাশিত হয়নি চিটাগাং ফ্রাঞ্চাইজির। বিপিএল শুরুর আগেই খেলোয়াড় সংকটে পড়ে দলটি। বিশেষে করে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে কিছুটা হলেও বিপাকে পড়ে তারা। তাছাড়া দুই বিদেশি তারকা মঈন আলী ও অ্যাঞ্জেলো ম্যাথিউজের খেলার সম্ভাবনাও অনেকটাই কম। যে কারণে টুর্নামেন্ট শুরুর আগেই বড় হোঁচট খায় বন্দর নগরীর দলটি।

২০২৫ বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেও সুবিধা করতে পারেনি চিটাগাং কিংস। খুলনা টাইগার্সের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছে তারা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে শন টেইটের শিষ্যরা। দুর্বার রাজশাহীকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মোহাম্মদ মিথুনের দল।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) টুর্নামেন্টের সপ্তম ম্যাচে মুখোমুখি হয় চিটাগাং কিংস ও দুর্বার রাজশাহী। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে চিটাগাং। জবাবে ১৭.১ ওভারে ১১৪ রান করে গুটিয়ে যায় রাজশাহী।

আরও পড়ুন:

» উসমান খানের সেঞ্চুরিতে মিরপুরে বিপিএলের নতুন রেকর্ড

» ছেলের খুশির জন্য তাসকিনের ৭ উইকেটের কীর্তি

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই তাসকিন আহমেদের শিকার হয়ে ফিরে যান পারভেজ হোসেন ইমন। ২বল খেলে রানের খাতা খুলতে ব্যর্থ হন এই ওপেনার। এরপর উসমান খান ও গ্রাহাম ক্লার্ক মিলে রাজশাহীর ব্যাটারদের ওপর তাণ্ডব চালান। একপ্রান্তে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন উসমান। অবশ্য গ্রাহাম মাইলফলকে পৌঁছানোর আগেই আউট হয়ে যান। দলীয় ১২১ রানে গ্রাহাম ফিরে গেলে ১২০ রানের জুটির সমাপ্তি ঘটে। ২৫ বলে বলে ৪০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার।

তবে গ্রাহাম ফিরে গেলেও অপরপ্রান্তে তাণ্ডবলীলা চালিয়ে যান উসমান। তুলে নেনে এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি। সেইসঙ্গে বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানও আসে তার ব্যাট থেকে। ১৩ চার ও ৬ ছক্কার মারে ৬২ বলে ১২৩ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন উসমান। আর এতেই ২১৯ রানের বিশাল সংগ্রহ পায় চিটাগাং কিংস। এছাড়া অধিনায়ক মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৮ রান। এছাড়া শেষদিকে হায়দার আলি ৮ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেন।

Usman Khan gets his 1st Century in 2025 BPL

২০২৫ বিপিএলের প্রথম সেঞ্চুরি পেলেন উসমান খান। ছবি- বিসিবি

রাজশাহীর হয়ে তাসকিন আহমেদ আজও দুর্দান্ত বোলিং করেছেন। এত বড় রানের ম্যাচেও ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন এই পেসার। এছাড়া সোহাগ গাজী, শফিউল ইসলাম ও রায়ান বার্লরা ১টি করে উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি রাজশাহী। ওপেনার মোহাম্মদ হারিসের ব্যাট থেকে আসে ১৫ বলে ৩২ রান। তবে বাকি কেউই ২০ এর ওপরে রান করতে পারেননি। আকবর আলী ১৮, ইসাসির আলী ১৬, সোহাগ গাজী ১১ এবং রানান বার্ল ১০ রান করে ফিরে গেছেন। এছাড়া অন্যান্য ব্যাটাররা দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

চিটাগাংয়ের হয়ে সমান ৩টি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি ও আলিস আল ইসলাম। এছাড়া ২টি করে উইকেটের দেখা পেয়েছেন শরিফুল ইসলাম ও ওয়াসিম জুনিয়র।

ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট