ঢাকা-সিলেট ঘুরে বিপিএল এবার চট্টগ্রামে। চার-ছক্কার ঝড়ের অপেক্ষা সাগরিকার পারে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে বিপিএলের দশম আসরের চট্টগ্রাম পর্ব।
এদিকে বিপিএলের এবারের আসরে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঘরের মাঠে টিম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে ৪টি ম্যাচ। দলটিকে পরের রাউন্ডে খেলতে হলে এর মধ্যে অন্তত ২টি ম্যাচ জিততে হবে। এছাড়া রানরেট বাড়িয়ে নিতে হবে। এমন সমীকরণে মাঠে দলের অবস্থান শক্ত করতে নতুন আরও এক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
রোববার এক বিবৃতিতে চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটার জিসান আলমকে দলে ভিড়িয়েছে তারা।
এক নজরে ক্রিকেটার জিসান আলম
১৯ বছর বয়সী এই ব্যাটার জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের ছেলে। জিসান এরই মধ্যে ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। কিন্তু এখনও টি-টোয়েন্টিতে খেলা হয়নি তারা। এবারের বিপিএল দিয়েই অভিষেক হতে পারে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে।
জিসান আলমকে চট্টগ্রাম বেছে নেওয়ার পেছনে অন্যতম কারণ; সম্প্রতি যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দলের সদস্য তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন এই ক্রিকেটার। যেখানে একটি হাফ-সেঞ্চুরিসহ তিন ম্যাচে করেছেন ৮৮ রান। এছাড়া বল হাতেও তিনি একটি উইকেট শিকার করেছেন।
অপরদিকে এবারের বিপিএলের শুরু থেকেই দুর্দান্ত খেলে আসছে চট্টগ্রাম। ৮ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে দলটি। সামনের তিন ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ টেবিলের শীর্ষ দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এরপর খেলবে দুর্দান্ত ঢাকার বিপক্ষে। যদিও আসর থেকে দুরন্ত ঢাকার বিদায় নিশ্চিত হয়ে গেছে।
আরও পড়ুন: যে কারণে সবার মুখে মুখে মাহমুদউল্লাহর প্রশংসা
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৪/এসএ