বিপিএলের পঞ্চম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের প্রথম ম্যাচে ঢাকাকে ৬ উইকেটে হারিয়েছে শাহাদাত-তানজিদরা।
আজ (সোমবার) মিরপুরে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। আল আমিন-বিলাল খানদের বোলিং দাপটে নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রানেই আটকে যায় ঢাকা। জবাবে ১০ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে তেমন সুবিধে করতে পারেনি ঢাকা। ৩৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে মোসাদ্দেক হোসেনের দল। পরবর্তীতে ইরফান শুক্কুর ও লাসিথ ক্রুসপুল্লের ৭৩ রানের জুটিতে কিছুটা স্বস্তি ফিরে ঢাকার শিবিরে। শেষদিকে তাসকিনের ৯ বলে ১৫ রানের ক্যামিওতে ১৩৬ রানের সংগ্রহ পায় মোসাদ্দেকরা। চট্টগ্রামের হয়ে আল-আমিন ও বিলাল খান ২টি করে উইকেট নেন।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শরীফুলের প্রথম ওভারেই ঝড় তুলেন আভিস্কা ফার্নান্দো। তবে একই ওভারের শেষ বলে এলবিডব্লুর শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আভিস্কা। তৃতীয় ওভারে এসে আরো একটি উইকেট তুলে নিয়ে চট্টগ্রামকে কিছুটা চাপে ফেলে দেন শরিফুল।
পরবর্তীতে শাহাদাত হোসেন দীপুকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন তানজিদ তামিম। চাপ সামলে দলকে শক্ত অবস্থানে নিয়ে আসে তাদের ৫৩ রানের জুটি। ২২ রান করে দীপু আউট হয়ে গেলে নাজিবুল্লাহ জাদরানের সঙ্গে আরো কিছুক্ষণ ক্রিজে ছিলেন তামিম। তবে ১ রানের জন্য অর্ধশতক মিস করে ৪৯ রানে ফিরে যান তামিম।
শেষ পর্যন্ত অধিনায়ক শুভাগত হোম ও জাদরান মিলে ১৮.২ ওভারেই ম্যাচ জিতে নেন। ১৯ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন জাদরান। ঢাকার হয়ে শরিফুল ২ টি এবং তাসকিন ও উসমান ১ টি করে উইকেট নেন।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৪/এমটি