বিপিএলের ফাইনালে আজ চিটাগং কিংসের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। ফাইনাল খেলতে নেমেই বড় চমক দেখালো কিংসরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে বরিশালকে ১৯৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছে মোহাম্মদ মিথুনের দল।
এদিন মিরপুরে আগে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার খাজা নাফি ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে ৭৬ বলে ১২১ রান তুলেছেন তারা, যা বিপিএলের ফাইনালে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ।
দলীয় ১২১ রানে খাজা নাফিকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন বরিশালের পেসার এবাদত হোসেন। প্যাভিলিয়নে ফেরার আগে ৬৬ রান করেন নাফি। ৪৪ বলে ৭ চার ও ৩ ছক্কার মারে এই রান করেন তিনি।
আরও পড়ুন:
» ফাইনাল খেলতে এসেও কেন দলে নেই জিমি নিশাম?
» এশিয়ার ৩ দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে দেখছেন শোয়েব
নাফি ফিরে যাওয়ার পর ইমনকে সঙ্গ দেন তিনে নামা গ্রাহাম ক্লার্ক। মাঠে নেমেই ব্যাট হাতে ঝড় তুলেন এই ইংলিশ তারকা। তবে শেষদিকে চিটাগংয়ের রানের গতি কিছুটা কমে যায়। শেষ চার ওভারে কেবল ৩১ রান তুলেছে দলটি। যে কারণে দুইশোর ঘরে ছুঁতে পারেনি তারা।
ইনিংসের শেষ ওভারে রানআউটের শিকার হয়ে ফিরে যান গ্রাহাম ক্লার্ক। প্যাভিলিয়নে ফেরার আগে ২৩ বলে ৪৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার। এছাড়া ইমন দলীয় সর্বোচ্চ ৭৮ রান করে অপরাজতি ছিলেন। তার এই বিধ্বংসী ইনিংসে ৬ টি চার ও ৪ টি ছক্কার মার ছিল।
এদিন বরিশালের বল হাতে দারুণ করেছেন মোহাম্মদ আলী। চার ওভারে ২১ রান দিয়ে ১টি উইকেট শিকার করেছেন এই পেসার। এছাড়া এবাদত হোসেন চার ওভারে ৩৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৫/বিটি