Connect with us
ক্রিকেট

২০২৫ বিপিএলে আরেকটি চমক নিয়ে হাজির চিটাগাং কিংস

Chittagong Kings Kids Club
শিশুদের জন্য কিডস ক্লাব খুলেছে চিটাগাং কিংস। ছবি- সংগৃহীত

দীর্ঘ এক দশক পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএলে ফিরেছে চিটাগাং কিংস। পূর্বে চিটাগাং ভাইকিংস নামে মাঠ মাতানো বন্দর নগরীর এই ফ্রাঞ্চাইজিটি দীর্ঘদিন পর ফিরেই একের পর এক চমক দেখাচ্ছে। সম্প্রতি নিজস্ব সঞ্চালক নিয়োগ দিয়ে চমকে দিয়ে তারা। এবার আরো একটি চমক দেখালো তার। ফ্রাঞ্চাইজিটি। ক্ষুদে ভক্তদের জন্য কিডস ক্লাব নিয়ে হাজির হয়েছে ফ্রাঞ্চাইজিটি।

দেশে প্রথমবার এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছে চিটাগাং। শিশুদের এই ক্লাবের নাম দিয়েছে তারা- ‘চিটাগাং কিংস কিডস ক্লাব’। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি ঘোষণা করেছে ফ্রাঞ্চাইজিটি।

ফ্রাঞ্চাইজিটি জানায়, এটি এমন একটি জায়গা যেখানে আপনি চিটাগাং কিংস পরিবারের অংশ হতে পারবেন, ক্রিকেটকে আরো কাছ থেকে উপভোগ করতে পারবেন এবং অনেক মজার অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

আরও পড়ুন:

» অনুশীলন শুরু করেছেন নেইমার, শীঘ্রই ফিরছেন মাঠে

» নতুন বোর্ডের অধীনে ফিরতে পারেন তামিম 

চিটাগং কিংস কিডস ক্লাবের সদস্য হলে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যাবে। বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা, গেমিং, এমনকি প্রিয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করার সুযোগ থাকছে। কিডস ক্লাবের সদস্য হিসেবে বিশেষ কিডস পডকাস্ট এবং বিভিন্ন গেমসে অংশগ্রহণ করা যাবে। এছাড়া, দলের সঙ্গে ভ্রমণ, লাইভ খেলা দেখা এবং বড় ম্যাচে জয়ের মুহূর্তে সরাসরি মাঠে থাকার সুযোগও পাবেন সদস্যরা।

তবে এসব সুযোগ সুবিধা পেতে গুনতে হবে টাকা। দুই হাজার পাঁচশত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে এই ক্লাবের সদস্য হলেই এসব সুযোগ সুবিধা পাওয়া যাবে।

এই ব্যতিক্রমী উদ্যোগ প্রসঙ্গে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী বলেন, ‘শিশুদের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের এমন অভিজ্ঞতা দিতে আমাদের এই উদ্যোগ। এই ক্লাবের মাধ্যমে আমরা আমাদের ক্ষুদে ভক্তদের আরও কাছ থেকে ক্রিকেটকে উপভোগ সুযোগ করে দিতে চাই। আমাদের ক্ষুদে ভক্তদের কাছে ক্রিকেটকে আরও ঘনিষ্ঠভাবে পৌঁছে দেয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

এরপর এক ভিডিও বার্তায় চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শহীদ আফ্রীদি এই ক্লাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়া দলের খেলোয়াড়রাও ক্লাবে যোগ দেওয়ার আহ্বান জানান।

২০২৫ বিপিএলে চিটাগাং কিংসের দল-

দেশি: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব

বিদেশি: মইন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বিনুরা ফার্নান্দো।

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট