Connect with us
ক্রিকেট

সাকিবকে দলে ভেড়াল চিটাগাং কিংস

Shakib Al Hasan Joins Chittagong Kings
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

এক দশক পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পুরোনো ফ্রাঞ্চাইজির অধীনে ফিরেছে চিটাগাং। দীর্ঘদিন পর ফিরেই একের পর এক চমক দেখাচ্ছে ফ্রাঞ্চাইজিটি। আজই বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলামকে দলে ভিড়িয়েছে দলটি। শরিফুলের পর এবার সাকিব আল হাসানকেও সরাসরি চুক্তিতে নিজেদের ডেরায় ভিড়িয়েছে চিটাগাং কিংস।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) চিটাগাং নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে সাকিবকে দলের ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। তার নামে মামলা থাকায় দেশে ফেরা নিয়ে নিরাপত্তা ইস্যু সৃষ্টি হয়েছে। তবে ছাত্র-জনতার আন্দোলনে সাকিব সরব হতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া বিসিবি থেকেও সাকিবের দেশে ফেরা নিয়ে ইতিবাচক বার্তা মিলেছে।

আরও পড়ুন:

» গ্রান্ডমাস্টার দাবাড়ু থেকে নোবেলজয়ী রসায়নবিদ

» বিপিএল : ঢাকা ছেড়ে নতুন ঠিকানায় শরিফুল 

সব ঠিক থাকলে চলতি মাসেই দেশে ফেরা হবে সাকিবের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে অবসর নেওয়ার কথা রয়েছে সাকিবের। সেখানে খেলতে পারলে বিপিএলের এবারের আসরেও খেলবেন এই তারকা অলরাউন্ডার।

বিপিএলের এবারের আসরে মাতাতে একের পর এক চমক দেখিয়েই চলেছে চিটাগাং। সাকিব ও শরিফুল ছাড়াও লিটন দাসকে দলে ভেড়ানোর গুঞ্জনও চলছে।

এদিকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী ও শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে দলে ভিড়িয়েছে চিটাগাং। এছাড়া পাকিস্তানের হায়দার আলি ও উসমান খানও খেলবেন চিটাগাংয়ের হয়ে।

 

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট