Connect with us
ক্রিকেট

টানা চতুর্থ জয়ে বরিশালকে পেছনে ফেলল চিটাগং

Chittagong overtakes Barisal with fourth consecutive win
খুলনাকে হারিয়ে দুইয়ে উঠে এসেছে চিটাগং। ছবি- সংগৃহীত

চলমান বিপিএলে দারুণ খেলছে চিটাগং কিংস। হার দিয়ে আসর শুরুর পর দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বন্দর নগরীর দলটি। টানা চার জয় নিয়ে ফরচুন বরিশালকে টপকে দুইয়ে উঠে এসেছে মোহাম্মদ মিথুনের দল। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নিজেদের পঞ্চম ম্যাচে খুলনা টাইগার্সকে ৪৫ রান হারিয়েছে চিটাগং।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে চিটাগং। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয় খুলনা টাইগার্স।

এদিন পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। দলীয় ৪ রানেই ফিরে যান ওপেনার ডমিনিক সিবলে। এরপর তিনে নামা মিরাজ কিছুটা আশা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি। ৮ বলে ১৯ রান করে ফিরে যান খুলনার অধিনায়ক।

আরও পড়ুন:

» ২০২৫ বিপিএলের ষষ্ঠ সেঞ্চুরি এনে দিলেন ইংলিশ ব্যাটার

» এবার সাব্বিরের ওপর মেজাজ হারালেন তামিম, কী ঘটেছিল?

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় খুলনা। ওপেনার নাঈম শেখ ফিরে যান মাত্র ৯ রান করে। মিডলে আফিফ হোসেন কিছুক্ষণ টিকলেও ২০ রানের বেশি করতে পারেননি। আরেক মিডল অর্ডার ব্যাটার ডারউইশ রাসুলির ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩৭ রান। এছাড়া মোহাম্মদ নেওয়াজের ২৫, মাহিদুল ইসলাম অঙ্কনের ১৮ এবং শেষদিকে হাসান মাহমুদের ১২ রানে ব্যবধান কমিয়ে ১৫৫ রানে থাকে খুলনার ইনিংস।

চিটাগংয়ের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন আরাফাত সানি। এছাড়া শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ ২টি করে এবং আলিস আল ইসলাম ও ওয়াসিম জুনিয়র একটি করে উইকেটের দেখা পান।

এর আগে খুলনার আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় চিটাগং। উদ্বোধনী জুটি ভাঙার পর ক্রিজে আসেন দুর্দান্ত ছন্দে থাকা গ্রাহাম ক্লার্ক। ইনিংসের শুরু থেকেই মারকুটে ভঙ্গিতে খেলতে থাকেন তিনি, মাত্র ৪৮ বলেই তুলে নেন এবারের বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫০ বল খেলে ১০১ রান করে আউট হয়ে যান এই ডানহাতি ব্যাটার। তার এই মারকুটে ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কার মার ছিল।

গ্রাহামের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে ২০০ রানের পাহাড়সম পুঁজি পেয়েছে চিটাগং কিংস। এছাড়া ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে এসেছে ৩৯ এবং শামিম পাটোয়ারি ও মোহাম্মদ মিথুন যথাক্রমে ১৬ ও ১১ রান করেন।

এর আগে দিনের প্রথম ম্যাচে ঢাকাকে হারিয়ে এবারের বিপিএলের চতুর্থ জয়ে তুলে নেয় বরিশাল। এতে চিটাগংকে টপকে দুইয়ে উঠে আসে তামিম ইকবালের দল। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় খুলনাকে হারিয়ে পূর্বের অবস্থানে ফিরে এসেছে চিটাগং।

ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট