বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএলে নাম লেখানোর পর থেকেই নানা ধরনের চমক সামনে নিয়ে আসছে চিটাগাং কিংস। আসন্ন বিপিএলের জন্য সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে নিয়ে আলোচনার জন্ম দেয় তারা। তবে এবার যা করল ফ্র্যাঞ্চাইজিটি, তা হয়তো কল্পনাও করতে পারেনি কেউ।
বিপিএলের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো চিটাগাং কিংস নিয়োগ দিয়েছে নিজস্ব সঞ্চালক। তবে অবাক করা বিষয় কোন দেশীয় হোস্ট নিয়োগ করা হয়নি। বরং বিদেশী তারকা মডেল দলের সঙ্গে যুক্ত করেছে চিটাগাং কিংস। কানাডিয়ান লাস্যময়ী মডেল ইয়েশা সাগর নিজে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়েশা সাগর কেবল একজন মডেল নন; বরং তিনি একজন অভিনেতা, ফিটনেস ইনফ্লুয়েন্সার এবং ক্রিকেট প্রেজেন্টারও বটে। এর আগে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় তুমুল আলোচনা তৈরি হয় সঞ্চালক ইয়েশাকে নিয়ে। কানাডার নাগরিক হলেও তার জন্ম ভারতের পাঞ্জাবে। নিজের ফিটনেস নিয়ে বেশ সচেতন এই মডেল সামাজিক মাধ্যমেও বেশ জনপ্রিয়।
আজ ১৪ ডিসেম্বর এই মডেলের জন্মদিন। এর আগে গতকাল রাতে বিপিএলের দল চিটাগাং কিংসের অফিসিয়াল পেইজে এক ভিডিও বার্তায় দলটির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে ইয়েশা বলেন, ‘আমি চিটাগাং কিংসে যোগ দিতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিপিএলে কিংসদের জার্নির সকল অ্যাকশন, থ্রিল এবং স্মরণীয় মুহূর্ত তুলে ধরতে আমি প্রস্তুত।’
আরও পড়ুন:
» এবার নতুন জার্সি গায়ে জড়াবেন লিওনেল মেসি
» চ্যাম্পিয়ন্স ট্রফির ধোঁয়াশা কেটেছে, বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে!
সেই পোষ্টের ক্যাপশনে চিটাগাং কিংস কর্তৃপক্ষ জানায়, ‘কানাডিয়ান মডেল, অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগর বিপিএলে চিটাগং কিংসের অফিসিয়াল হোস্ট হিসেবে থাকবেন। গ্লেমার, স্টাইল এবং প্যাশন নিয়ে হাজির হবেন টুর্নামেন্টে। আগে কখনও দেখা যায়নি এমন শো, এর জন্য প্রস্তুত হোন।’
১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর জন্ম নেওয়া এই আলোচিত গ্লেমার ব্যক্তিত্ব কানাডায় পাড়ি জমান ২০১৫ সালে। এর আগে ভারতেই নিজের স্নাতক সম্পন্ন করেন। সেখানে গিয়ে মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচিতি অর্জন করেন তিনি। এছাড়া গেল বছর ভারতের পাঞ্জাবি সিনেমা ‘ইয়ারান দা রুতবা’য় অভিনয় করেন এই মডেল।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৪/এফএএস