Connect with us
ক্রিকেট

চট্রগ্রাম টেস্ট: পাঁচশ রানের পথে আফ্রিকা, ফাইফার পূরণ তাইজুলের

taijul islam
তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন ২ হারিয়ে স্কোর বোর্ডে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। এ সেশনে ১০৬ দিয়ে ৩ উইকেট শিকার করে বাংলাদেশ। স্কোর বোর্ডে ৪১৩ রান জমা করেছেন সফরকারীরা। আবারও ফাইফার পূরণ করেছেন তাইজুল ইসলাম।

দিনের শুরুতে হাসান মাহমুদের বলে এলবিডব্লিউ ফাদে পড়েন বেডিংহাম। জড়ালো আবেদন হলে আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। নবমতম ওভারে জর্জির দেড়শ রানের পর ফিফটি তুলে নেন বেডিংহাম। দুজনের জুটিতে দ্রুত রান জমা হতে থাকে প্রোটিয়াদের স্কোর বোর্ডে।

এরপর প্রোটিয়াদের শিবিরে তাইজুলের আঘাত। তাইজুলের ওভারে পরপর বড় শট খেলতে গিয়ে আউট হন বেডিংহাম। বাঁ-হাতি এ স্পিনারের জোরের ওপর করা বল মিস করেছেন বেডিংহাম, হয়েছেন বোল্ড। ঠিক এক ওভার পরে ১৭৭ রান করা টনি ডি জর্জি ফেরেন তাইজুলের-ই শিকার হয়ে। এ সময় কিছুটা স্বস্তি পান টাইগাররা।

এরপর গত ম্যাচের সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনাও ফেরেন তাইজুলের শিকার হয়ে। সেই সঙ্গে ফাইফার পূরণ করেন তাইজুল। তাইজুল পেলেন ক্যারিয়ারের ১৪তম ফাইফার। চট্টগ্রামের মাঠে পূরণ করেন নিজের ৫০ উইকেট।

লাঞ্চ ব্রেকের পরে প্রোটিয়া শিবিরে আঘাত হানেন নাহিদ রানা। রায়ান রিকেলটন ফেরান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটের বিনিময়ে ৪৪১ রানে খেলছে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুনঃ ইস্ট বেঙ্গলের কাছে হেরে এএফসি থেকে বিদায় কিংসের

ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট