Connect with us
ক্রিকেট

চট্টগ্রাম টেস্ট : চালকের আসনে বাংলাদেশ

TEam bangladesh TEst
ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। ছবি- সংগৃহীত

তাইজুল ইসলামের ঘূর্ণিতে প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২২৭ রানে গুটিয়ে দেওয়ার পর দারুণ সূচনা করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি স্বাগতিকদের হাতে।

বুধবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই মুজারাবানিকে ফিরিয়ে দিন শুরু করেন তাইজুল ইসলাম। এর মাধ্যমে ইনিংসে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েন বাঁহাতি এই স্পিনার। ১৬তমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট তুলে নেন তিনি, শেষ পর্যন্ত তার বোলিং ফিগার দাঁড়ায় ৬০ রানে ৬ উইকেট।

জিম্বাবুয়ের ইনিংস থামে আগের দিনের সংগ্রহ ২২৭ রানেই।


আরও পড়ুন

» বাংলাদেশের ওপেনিংয়ে নতুন সম্ভাবনা কে এই জাওয়াদ আবরার?

» না ফেরার দেশে ইরানের জাতীয় দলের তারকা খেলোয়াড়


এরপর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় দারুণ সূচনা এনে দেন বাংলাদেশকে। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১১৮ রান। সাদমান হাফসেঞ্চুরি পেরিয়ে সেঞ্চুরির পথে এগিয়ে চললেও বিজয় থেমে যান ৮০ বলে ৩৯ রানে, মুজারাবানির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩২ ওভারে ১ উইকেটে ১১৮ রান। জিম্বাবুয়ের চেয়ে এখনো ১০৯ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা, তবে হাতে ৯টি উইকেট থাকায় এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।

Taijul Islam

Taijul Islam

প্রথম দিনের শেষ সেশনে বাংলাদেশ ফিরে এসেছিল দুর্দান্তভাবে। সেশনজুড়ে মাত্র ৬২ রানে জিম্বাবুয়ের শেষ সাত উইকেট তুলে নেয় তারা। সেই ধারাবাহিকতা দ্বিতীয় দিনেও বজায় রেখে এখন ম্যাচের চালকের আসনে তারা।

সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে : ২২৭/১০ —প্রথম ইনিংস
বাংলাদেশ : ১১৮/১ (৩২) —প্রথম ইনিংস

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট