Connect with us
ক্রিকেট

চট্টগ্রাম টেস্ট : একদিন আগে দলে পরিবর্তন আনল বিসিবি

Jaker Ali out of Chittagog Test
চট্টগ্রাম টেস্টের দলে এক পরিবর্তন এনেছে বিসিবি। ছবি- সংগৃহীত

আগামীকাল (মঙ্গলবার) থেকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াতে যাচ্ছে। তবে ম্যাচ শুরুর একদিন আগে দলে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আজ (২৮ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকের জায়গায় ডাক পেয়েছেন অনভিষিক্ত মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।’

আরও পড়ুন:

» এবার দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে খেলা অনিশ্চিত সাকিবের

» চট্টগ্রাম টেস্ট : একদিন আগে দলে পরিবর্তন আনল বিসিবি 

এর আগে মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় জাকেরের। অভিষেক ম্যাচেই ফিফটির দেখা পান এই ব্যাটার। এরপর দ্বিতীয় টেস্টের দলেও রাখা হয় তাকে। তবে চোটের কারণে খেলা হচ্ছে না তার। গতকাল নেটে অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘গতকাল অনুশীলনে ব্যাট করতে গিয়ে আঘাত পেয়েছিলেন জাকের। এই চোট থেকে সেরে উঠতে উঠতে তার বেশ কয়েকদিন সময় লাগবে। এ কারণে কারণে সে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছে।’

এদিকে জাকেরের পরিবর্তে দ্বিতীয় টেস্টে ডাক পাওয়া অঙ্কনের এখনো জাতীয় দলে অভিষেক হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে তার রেকর্ড বেশ ভালো। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৩ ম্যাচে ১৯৩৪ রান করেছেন তিনি। তাছাড়া বর্তমানে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

Mahidul Islam Ankon

চলমান এনসিএলে ঢাকার হয়ে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন অঙ্কন। ছবি- সংগৃহীত

বাংলাদেশের দ্বিতীয় টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট