চট্টগ্রাম পর্বে আজ কুমিল্লার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোমে। ঘরের মাঠে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক চট্টগ্রাম। অপরদিকে তিন বদল করে নতুন পর্বের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম বলেন, আমরা প্রথমে বোলিং করব। ব্যাটিং অর্ডার নির্ভর করে দলের পরিস্থিতির উপর। এটি একটি নতুন উইকেট, যা শক্ত এবং সবুজ দেখাচ্ছে। আমরা সুবিধা নেওয়ার চেষ্টা করব।’
অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে থাকা লিটন দাস জানান, ‘টস হারতে আমার আপত্তি নেই। আপনি যখনই এমন কিছু তাড়া করেন, এটি দলের আত্মবিশ্বাস বাড়ায়। আমি বিশ্বাস করি আমাদের খুব ভালো বোলিং আক্রমণ আছে। দেখা যাক তারা কী করে। মনে হয় এখানে ১৮০ রান একটি ভালো সংগ্রহ।’
কুমিল্লা একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন, তাওহীদ হৃদয়, মঈম আলী, উইল জ্যাকস, ব্রুক গেস্ট, জাকের আলী, ম্যাথিউ ফোর্ড, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
চট্টগ্রাম একাদশ : জস ব্রাউন, তানজিদ হাসান, সৈকত আলী, টম ব্রুস, শাহাদত হোসেন, কার্টিস ক্যাম্ফার, শুভাগত হোম (অধিনায়ক), শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান ও আল-আমিন হোসেন।
আরও পড়ুন: চট্টগ্রাম পর্বে বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচী
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৪/এফএএস