Connect with us
ক্রিকেট

ক্রিস গেইলের বিশ্ব রেকর্ড ভাঙলেন তারই স্বদেশী

নিকোলাস পুরান। ছবি- সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয় ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলকে। প্রায় সকল ধরনের ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন এই ক্যারিবীয় দানব। তার বিশেষত্ব ছিল বড় বড় ছক্কা হাকানো। যেখানে তার জুড়ি মেলা ভার। বিদেশি সকল লিগ খেলে ক্রিকেটের অসংখ্য রেকর্ড নিজের নামে করেছেন এই তারকা ব্যাটার।

ক্রিস গেইলের তেমনই একটি রেকর্ড হলো- এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ছক্কা হাকানো। অর্থাৎ স্বীকৃত ক্রিকেটে এক বছরে তার থেকে বেশি ছক্কা মারতে পারেনি আর কোন ক্রিকেটার। ২০১৫ সালে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে এক বছরে মোট ১৩৫ ছক্কা মেরেছিলেন গেইল। এবার তার সেই বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন তারই স্বদেশী ক্রিকেটার।

ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ৯ ছক্কা হাকিয়ে গেইলের রেকর্ড ভেঙেছেন নিকোলাস পুরান। চলতি বছর এখনও হাতে চার মাস সময় বাকি। তার আগেই সেই এক বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানো রেকর্ড নিজের করে নিয়েছেন পুরান। ত্রিনবাগোর হয়ে মাঠে নামার আগে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে তার ছক্কার সংখ্যা ছিল ১৩০ টি।

এবার গেইলের সেই রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৩৯ ছক্কা এক ক্যালেন্ডার বছরে হাকালেন নিকোলাস পুরান। যদিও এই রেকর্ড গড়তে গেইলের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলতে হয়েছে তাকে। গেইল যেখানে ১৩৫ ছক্কা হাকাতে সময় নিয়েছেন ৩৬ ম্যাচ। তাকে পেছনে ফেলতে পুরানের সময় লেগেছে ৫৭ ম্যাচ।

চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল বাদে মোট ৭ দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন নিকোলাস পুরান। বর্তমানে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলছেন নিজ দেশের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। এছাড়া রংপুর রাইডার্স, ডারবান সুপার জায়ান্টস, লখনৌ সুপার জায়ান্টস, এমআই এমিরেটস, এমআই নিউইয়র্ক ও নর্দার্ন সুপারচার্জারসের হয়ে খেলেছেন পুরান। 

এক বছরে সর্বোচ্চ ছক্কার পাঁচ রেকর্ড

নামছক্কাসাল
নিকোলাস পুরান১৩৯২০২৪
ক্রিস গেইল১৩৫২০১৫
ক্রিস গেইল১২১২০১২
ক্রিস গেইল১১৬২০১১
ক্রিস গেইল১১২২০১৬

আরও পড়ুন: সাফের সূচি প্রকাশ, বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট