Connect with us
ফুটবল

হলান্ডের জোড়া গোলে ৬৭ দিন পর সিটির জোড়া জয়

হলান্ডের জোড়া গোলে সিটির জয়। ছবি- সংগৃহীত

ম্যানচেস্টার সিটি নতুন বছরকে দারুণভাবে শুরু করেছে। ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হামের বিপক্ষে সিটির ৪-১ গোলের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন আর্লিং হলান্ড। তার জোড়া গোলেই সিটি আরও একবার দেখাল কেন তারা ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল। আর এতে ৬৭ দিন পর টানা দুই জয়ের দেখা পেল সিটি।

টানা কয়েক ম্যাচ গোলশূন্য থাকার পর ঘরের মাঠে আবারও গোলের দেখা পেলেন হলান্ড। ম্যাচের ৪২ মিনিটে ফিল ফোডেনের দুর্দান্ত ক্রস থেকে হেডে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন নরওয়ের এই স্ট্রাইকার। এই জোড়া গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে আবারও গোলদাতাদের তালিকার শীর্ষে উঠে এলেন হলান্ড।

ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল সিটি। মাত্র ১০ মিনিটেই সাভিনিওর শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়। বিরতির আগে হলান্ডের গোলটি সিটির লিড আরও শক্তিশালী করে।

বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে পেপ গার্দিওলার দল। ৫৫ মিনিটে হলান্ডের দ্বিতীয় গোলের পর মাত্র ৩ মিনিট পরেই ফিল ফোডেনও লক্ষ্যভেদ করেন। মুহূর্তের মধ্যেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি।

আরও পড়ুন:

» লিভারপুল-ম্যানইউ জমজমাট ম্যাচসহ আজকের খেলা (৫ জানুয়ারি ২৫)

» বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

৭১ মিনিটে ওয়েস্ট হামের পক্ষে নিকোলাস ফুলক্রুগ একটি গোল শোধ করেন। তবে সেই গোল শুধুই হারের ব্যবধান কমিয়েছে। সিটির রক্ষণভাগ আর কোনো ভুল করেনি।

সিটির বিপরীতে চেলসি আবারও পয়েন্ট হারিয়েছে। ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-১ গোলে ড্র করে ব্লুজরা। পালমারের করা গোলে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে গোল হজম করতে হয়। ফলে চেলসি ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে।

২০ ম্যাচে ১০ জয়, ৪ ড্র ও ৬ হারে ম্যানচেস্টার সিটি এখন পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। গার্দিওলার দলের সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো ধারাবাহিকভাবে জয়ের ধারা ধরে রাখা।

সিটির এই জয় নতুন বছরের শুরুতে দলকে আত্মবিশ্বাসী করে তুলেছে। গার্দিওলার চোখ এখন লিগের বাকি ম্যাচগুলোতে। তাদের লক্ষ্য প্রিমিয়ার লিগের শীর্ষ চারে জায়গা করে নেওয়া।

ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৫/আইআর/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল