প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে তাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা। তবে শুক্রবার সকাল থেকেই মাউন্ট মঙ্গানুইয়ের আকাশে জমেছে কালো মেঘ। সম্ভাবনা আছে ম্যাচের মাঝে বৃষ্টি হওয়ার। আবহাওয়ার মত লিটন দাসকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে টাইগার শিবিরে।
প্রথম টি-টোয়েন্টিতে নেপিয়ারে কিউইদের বিপক্ষে ব্যাট করার সময় দৌড়ে রান নিতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন লিটন। সেই ম্যাচে দলের চাপের মুহূর্তে চোট নিয়েই পুরো সময় ব্যাটিং করেছেন তিনি। রান নেয়ার সময় খানিকটা অস্বস্তি স্পষ্টই দেখা যাচ্ছিল তার মাঝে। তবুও দলকে জিতিয়েই অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই টাইগার উইকেট কিপার ব্যাটার।
প্রথম ম্যাচ শেষ করে আসতে পারলেও শঙ্কা জেগেছে দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে। কেননা গতকাল নেপিয়ার থেকে মাউন্ট মঙ্গানুইয়ের উদ্দেশে টিম বাসে উঠার সময় লিটনের পুরো পা ছিল ব্যান্ডেজে মুড়ানো। খুড়িয়ে খুড়িয়ে হাটছিলেন তিনি। এই চোট নিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে আদৌ মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন।
যদি শেষ পর্যন্ত দলের নিয়মিত উইকেটরক্ষক লিটন দাসকে নিয়ে কোন রিক্স না নিতে চায় দল এবং বিশ্রামে রাখে তাকে, তাহলে তার পরিবর্তে উইকেট কিপিংয়ের দায়িত্ব নিতে দেখা যেতে পারে আগের ম্যাচে একাদশে থাকা রনি তালুকদারকে। বিপিএলেও উইকেট কিপিং করার অভিজ্ঞতা রয়েছে এই ওপেনিং ব্যাটারের তাই এ বিষয়ে কিছুটা নির্ভার থাকবে টিম ম্যানেজমেন্ট।
লিটন দাসের মতো শঙ্কা জেগেছে মাউন্ট মঙ্গানুইয়ের আবহাওয়া নিয়েও। গতকাল থেকেই মাউন্ট মঙ্গানুইয়ে হচ্ছে বৃষ্টি। আজ শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এবং বাংলাদেশি সময় বেলা ১২টা ১০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা দ্বিতীয় ম্যাচ। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। সন্ধ্যায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকায় ম্যাচ নিয়ে দানা বেধেছে শঙ্কা।
আরও পড়ুন: বাংলাদেশের সিরিজ জয়ের ম্যাচসহ আজকের খেলা (২৯ ডিসেম্বর ২৩)
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৩/এসএফ/এজে