শুধু দেশ-মহাদেশ নয়, ফুটবলের ক্লাবগুলো নিয়েও অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। তবে আগামী বছরের বিশ্বকাপ ঘিরে আয়োজন অনেক বড় হচ্ছে। কেননা বেড়েছে দলের সংখ্যা। একই সাথে সময় ও ভেন্যুর সংখ্যাও আগের চেয়ে অনেক বেশি।
২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপের নতুন আসর। এর আগে মার্কিন মুলুকে হয়েছে কোপা আমেরিকার আসরও।
যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিতব্য এই আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৫ মহাদেশের ৩২ ক্লাব। আর খেলা হবে ১১ শহরের ১২টি ভেন্যুতে। ১৫ জুন শুরু হওয়া এই আসর নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে আসর শেষ হবে ১২ জুলাই।
আরও পড়ুন:
» গতিময় বোলারের তালিকায় দ্বিতীয় সেরা নাহিদ রানা
» ইয়ামাল ফিরতেই তিন ম্যাচ পর বড় জয় পেল বার্সেলোনা
শুধু দলই নয়, এই আসর ঘিরে সূচি, ট্রফি ও আয়োজনের ক্ষেত্র বেড়েছে বহুগুণ। আসন্ন আসরকে কেন্দ্র করে ৩২ দল চূড়ান্ত হয়েছে। সেখানে মেসির ইন্টার মিয়ামি ও নেইমারের আল হিলাল খেললেও নেই রোনালদোর আল নাসর।
এই আসর সামনে রেখে ড্রয়ের দিন ঘোষণা করেছে ফিফা। ৩২ দলের জন্য ৪টি পট নির্ধারণ করা হয়েছে। প্রতিটা পটে থাকবে ৮টি করে ক্লাব। আর ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার।
ড্রর আগেই নির্ধারিত পটে আছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের মতো দল। ভিন্ন ভিন্ন পটে আছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি ও নেইমারের আল হিলাল। চেলসি-ইন্টার মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাব আছে একই পটে।
এর আগে ৭টি করে টিম খেলতো ক্লাব বিশ্বকাপে। এবারই প্রথম খেলবে ৩২টি দল। যার মধ্যে স্বাগতিক হিসেবে মিয়ামি, ওশেনিয়া থেকে একটি, এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকা থেকে ৪টি করে ক্লাব সুযোগ পেয়েছে। আর দক্ষিণ আমেরিকা থেকে ৬টি এবং ইউরোপ থেকে মোট ১২টি ক্লাব খেলবে।
এক নজরে ক্লাব বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলোর পট
পট ১– রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, পালমেইরাস, ফ্লেমেঙ্গো, ফ্লুমিনেন্স ও রিভার প্লেট।
পট ২– ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, এফসি পোর্তো, অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস, সলজবুর্গ ও বেনফিকা।
পট ৩– বোকা জুনিয়র্স, আল হিলাল, উলসান এইচডি, ওয়াইডাদ ক্যাসাব্লাঙ্কা, আল আহলি, মন্টেরে, বোটাফোগো ও লিওন।
পট ৪– ইন্টার মিয়ামি, উরাওয়া রেড ডায়মন্ডস, হোপ অব তুনিস, আল আইন, মামেলোদি সানডাউনস, সিয়াটেল সাউন্ডার্স, অকল্যান্ড সিটি ও পাচুকা।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৪/এজে