বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলেন। সম্প্রতি গুঞ্জন উঠেছে বাংলাদেশের জার্সিতে খেলবেন হামজা। মার্চে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই তাকে লাল-সবুজের জার্সিতে দেখা জোরালো সম্ভাবনা জেগেছিল।
গতকাল (২৮ ফেব্রুয়ারি) বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণার পর পরই তাকে ঘিরে সকল সম্ভাবনায় কিছুটা ভাটা পড়েছে। কেননা হ্যাভিয়ের ক্যাবরেরার ২৮ সদস্যের দলে ছিল না তার নাম। তবে মার্চের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সে না থাকলেও বাংলাদেশের জার্সিতে তার খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি বাংলাদেশ বস।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে মার্চের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সংবাদ সম্মেলনে হামজার বিষয়ে জানতে চাওয়া হলে ক্যাবরেরা বলেন, ‘আমার মনে হয়, আমরা হামজাকে নিয়ে ইতিবাচক হতেই পারি। তবে বাফুফে এ বিষয়ে ভালো করে বলতে পারবে। আসন্ন মার্চ বা জুনের উইন্ডোতে বাংলাদেশের হয়ে হামজা খেলতে পারবে কি না, এই বিষয়টি অপ্রাসঙ্গিক। তবে এটা বলা যায়, হামজা একদিন বাংলাদেশের হয়ে খেলবে। হয়তো খুব দ্রুতই হামজার ব্যাপারটি বাস্তবে পরিণত হবে।’
এর আগেও কয়েক বার হামজার বাংলাদেশের হয়ে খেলা নিয়ে গুঞ্জন উঠেছিল। তবে এবারের গুঞ্জন খুবই জোরালো। হামজার ব্যাপারে সম্প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ।
নাবিল আহমেদ বলেন, ‘হামজার সঙ্গে আমাদের এই বিষয়ে কথা চলমান রয়েছে। বাংলাদেশের হয়ে সে খেলার ব্যাপারে আগ্রহী। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তাকে আমরা বাংলাদেশের জার্সিতে মাঠে দেখতে পারবো।’
আরও পড়ুন: এবার নিজের কর্মকাণ্ডের জন্যে দুঃসংবাদ পেলেন রোনালদো
ক্রিফোস্পোর্টস/২৯ফেব্রুয়ারি২৪/এমটি