Connect with us
ক্রিকেট

পারল না বরিশাল, সাকিবের ব্যাটিংয়ে না নামার কারণ জানালেন কোচ

সাকিব আল হাসান। ছবি- গুগল

বিপিএলের এবারের আসরে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। তার অধিনায়কত্বে টেবিলের দ্বিতীয় অবস্থানে ছিল বরিশাল। তবে শেষ দিকে কয়েকটা ম্যাচে হেরে যাওয়ায় প্লে-অফ নিশ্চিত করলেও তালিকায় পিছিয়ে চতুর্থ হয়ে যায় তার দল।

রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এবারের আসরের পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল রংপুর এবং বরিশাল এলিমিনেটর ম্যাচ খেলতে নামে।

এদিন প্রথমে ব্যাট করে ১৭০ রানের বিশাল স্কোর করে বরিশাল। পুরো আসরে দারুণ ব্যাটিং করার পরও নকআউট পর্বের এমন ম্যাচে আফগান ক্রিকেটার করিম জানাত ও শ্রীলংকান তারকা ভানুকা রাজাপক্ষকে ব্যাটিংয়ের সুযোগ দিতে নিজেই ব্যাটিং করেননি সাকিব। শুধু সাকিবই নন, ব্যাটিংয়ে পাঠাননি ওপেনার এনামুল হক বিজয়কেও। এর আতেও ১৭০ রানের বড় সংগ্রহ পায় বরিশাল। তবে ১৭১ রানের টার্গেট তাড়ায় বরিশালকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে ফেলে রংপুর।

ম্যাচ শেষে বরিশালের কোচ নাজমুল আবেদীন ফাহিম সাকিব আল হাসানের ব্যাটিং না করার বিষয়ে বলেন, সাকিব মনে করছিল ওরা (করিম জানাত ও ভানুকা রাজাপক্ষে) তুলনামূলক ভালো করবে। তবে তারা সেই সুযোগটি কাজে লাগাতে পারিনি।

তিনি বলেন, আমার মনে হয় সাকিব এই উইকেটে যেভাবে ব্যাটিং করেছে তার চেয়ে ভালো কোনো অপশন আর নেই। সে ব্যাট করলে আরও ভালো হতো। এটা এখন হয়তো সাকিবেরও উপলব্ধিতে হবে। যেটা হয়ে গেছে তা আমরা আর ফেরত নিয়ে আসতে পারব না।

আরও পড়ুন: অশ্বিনের ফাইফার, অস্ট্রেলিয়াকে ইনিংসে হারাল ভারত

ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট