Connect with us
ফুটবল

ইতালি প্রবাসীকে প্রাথমিক স্কোয়াডে রাখার কারণ জানালেন কোচ

Fahmedul Islam and Javier Cabrera
ফাহমেদুল ইসলাম ও হাবিয়ের কাবরেরা। ছবি- সংগৃহীত

এশিয়া কাপ বাছাই পর্ব সামনে রেখে ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলতে ডাক পেয়েছেন হামজা চৌধুরী। তবে বিশাল এই তালিকায় চমক হিসেবে থাকছেন ইতালি প্রবাসী তরুণ ফুটবলার ফাহামেদুল ইসলাম।

এশিয়া কাপ বাছাইয়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা প্রস্তুত করেছেন এই বিশাল প্রাথমিক ফুটবলার তালিকা। যেখানে তিনি প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ পর্যালোচনা করে এই তালিকা দেয়ার কথা বলেছেন। তবে কোন বিবেচনায় দলে জায়গা পেলেন ফাহামেদুল?

Fahmedul Islam

ফাহমেদুল ইসলাম।

এবার সেই প্রশ্নের উত্তর নিজেই দিলেন কাবরেরা। মূলত এত অল্প বয়সে সিনিয়র দলে খেলার কারণে আগ্রহ জন্মেছে এই কোচের। তিনি বলেন, ‘সে সিরি ডি (চতুর্থ স্তর) লিগে অলবিয়া কালসিতে খেলে। তার বয়স মাত্র ১৮ কিন্তু সে সিনিয়র দলে খেলে। বয়স কম হলেও ইউরোপের একটি লিগে সিনিয়র দলে খেলছে। লেফট ব্যাক এবং উইং ব্যাক হিসেবে খেলে থাকে সে।’

আরও পড়ুন: 

» সমালোচনার জবাব গাভাস্কারকে সেঞ্চুরি হাকিয়ে দিলেন রোহিত

» ‘জীবনে এতো মানুষ দেখিনি’, বরিশালের ভক্তদের যে বার্তা দিলেন

আপাতত তাকে প্রাথমিক স্কোয়াডে রাখা হচ্ছে। এই ফুটবলারকে আগে খতিয়ে দেখতে চান কাবরেরা। তিনি যদি প্রধান কোচের মনের মত হন, তবে মিডফিল্ডে হামজা পেয়ে যাবেন তার জন্য আরও একজন সতীর্থ। প্রাথমিক দলে থাকা ফুটবলারদের নিয়ে কিছু কাজ করে দেখবেন কোচ। ফাহামেদুলের ট্রায়াল শেষে বোঝা যাবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন কিনা।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।

ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহামেদুল ইসলাম(ইতালি প্রবাসী)।

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল