শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে জাকের আলীর ডাক পাওয়াটা অনেকটা নাটকীয়ভাবেই। সদ্য সমাপ্ত বিপিএলে দারুণ খেলেও প্রথমে জায়গা হয়নি শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি দলে। পরবর্তীতে আলিস আল ইসলাম চোটে পড়ে ছিটকে গেলে তার পরিবর্তে ডাক পান জাকের। আর প্রথম টি-টোয়েন্টিতে দলে সুযোগ পেয়েই শুরুটা করলেন রাজকীয়ভাবে।
প্রথম টি-টোয়েন্টিতে ২০৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১১৫ রানেই ৫ উইকেট হারিয়ে দল যখন নিশ্চিত হারের মুখে, তখন দলকে জয়ের আশা দেখান জাকের । শেষ পর্যন্ত ৩ রানে দল হারলেও স্মরণীয় হয়ে থাকবে তার ৩৪ বলে খেলা ৬৮ রানের বিধ্বংসী ইনিংস। দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের সুযোগ পাননি এই উইকেটরক্ষক ব্যাটার।
প্রথম টি-টোয়েন্টিতে দারুণ ব্যাটিংয়ের পর সবার প্রশংসা কুড়িয়েছেন জাকের। এবার তার ব্যাটিংয়ের প্রশংসা করলেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
শেষ টি-টোয়েন্টির আগে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে টাইগার প্রধান জাকেরকে নিয়ে বলেন, ‘সে (জাকের) যেভাবে খেলেছে, দেখে খুব ভালো লেগেছে। তার খেলা এর আগে আমি খুব একটা দেখিনি। এবারের বিপিএলেই তার ব্যাটিং দেখেছি।’
শেষদিকে ব্যাটিংয়ে অল্প সময়ের মধ্যে অনেককিছু করতে হয়। জাকের শেষের দিকে মাথা ঠান্ডা রেখে দারুণ ব্যাটিং করে যা মুগ্ধ করেছে কোচকে, ‘সে খুবই শান্ত স্বভাবের। এবারের বিপিএলে এটা চোখে পড়েছে, যা আমার খুব ভালো লেগেছে। শেষের দিকে পাঁচ, ছয় বা সাতে ব্যাটিং করলে এরকম একটা গুণ দরকার। কারণ, শেষদিকে ব্যাটিংয়ে অল্প সময়ের মধ্যে অনেককিছু করতে হয়। সে যেভাবে তা করেছে, দেখে খুব ভালো লেগেছে। তার ব্যাটিং আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে।’
গত বছরের মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছিলেন জাকের আলি। তবে সেবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি তার। এরপর সেপ্টেম্বরে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তার। তবে কাগজে-কলমে সেই ইভেন্টে অভিষেক হলেও মানুষ মনে রাখবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তার দুর্দান্ত ইনিংসটি।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সামনে রেকর্ড গড়ার হাতছানি
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৪/এমটি