
মাত্র ১৪ বছর বয়সেই আন্তর্জাতিক মানের বোলারদের বিপক্ষে অনায়াসে ছক্কা হাঁকাচ্ছেন বৈভব সূর্যবংশী। আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে সাড়া ফেলে দিয়েছেন এই কিশোর ব্যাটার।
রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর জানান, এত অল্প বয়সে এমন পারফরম্যান্সের পেছনে রয়েছে বৈভবের অসাধারণ প্রতিভা ও মানসিক দৃঢ়তা।
বিহারের ছেলে বৈভব এর আগে বয়সভিত্তিক পর্যায়ে নজর কেড়েছিল এবং খেলেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে।
আরও পড়ুন
» প্রথমবার কোচের দায়িত্ব নিয়েই সফল সাবেক নির্বাচক হান্নান
» নতুন অধিনায়ক পেল ইংল্যান্ড নারী ক্রিকেট দল
রাঠৌর বলেন, ওর (বৈভব) ব্যাটিং আমরা নেটে দেখে বুঝেছিলাম, ছেলেটার মধ্যে বিশেষ কিছু আছে। তবে এত দর্শকের সামনে, চাপের ম্যাচে এমন ইনিংস খেলা সহজ কাজ নয়। বৈভবের কৃতিত্ব প্রাপ্য।
সোমবার বৈভব এমন কিছু ছক্কা মেরেছেন, যেগুলোর দূরত্ব ছিল ৯০ মিটারের ওপরে। ১৪ বছর বয়সে এতটা শক্তি কীভাবে আসে?
রাঠৌর বলেন, ওর শারীরিক গঠন ছাড়াও একটা অতিরিক্ত শক্তি আছে শট নেওয়ার সময়। সেটা ও খুব ভালোভাবে কাজে লাগায়। বৈভব টেকনিক্যাল দিক থেকেও অনেক পরিণত। চার মাস আগে ট্রায়ালে যখন ওকে প্রথম দেখি, তখনই বুঝেছিলাম—এই ছেলে অন্যদের চেয়ে আলাদা। এরপর থেকেই ওকে প্রস্তুত করার দায়িত্ব ছিল আমাদের। কিন্তু আসল কৃতিত্ব বৈভবেরই।
রাজস্থান রয়্যালসের পরবর্তী ম্যাচ ১ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, নিজেদের ঘরের মাঠে। সেই ম্যাচেও বৈভবের দিকে থাকবে বিশেষ নজর।
সূত্র : আনন্দবাজার
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/এসএ
