ছাত্র- জনতা গণ-আন্দোলনের পরে বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। দায়িত্ব পাওয়ার পর তিনি ঘোষণা দিয়েছিলেন জাতীয় দলের সাথে যোগ্য দেশীয় কোচদের যুক্ত করবেন। সেই ধারাবাহিকতায় এবার জাতীয় দলের কোচের দায়িত্ব পেলেন সালাউদ্দিন। গতকাল (মঙ্গলবার) মোহাম্মদ সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন বিসিবি।
কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার ২৪ ঘন্টা পার না হতেই দায়িত্ব পালনে তৎপর হয়ে উঠলেন সালাউদ্দিন। আজ (বুধবার) মিরপুরের ইনডোরের বাইরে ব্যাটাদের নিয়ে ব্যাটিং অনুশীলন করেছে এই কোচ। দীর্ঘ একযুগেরও বেশি সময় পর জাতীয় দলের সাথে যুক্ত হলেন সালাউদ্দিন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আবারও জাতীয় দলের সঙ্গে নিজের যাত্রাকে নতুন করে শুরু করবেন তিনি।
গতকাল (মঙ্গলবার) বিসিবির দেওয়া এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ‘২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সালাউদ্দিনকে। এর আগে ২০০৬-২০১০ সাল পর্যন্ত সালাউদ্দিন জাতীয় দলের হয়ে সহকারী কোচ এবং ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন।’
প্রজ্ঞাপনে এছাড়াও বলা হয় যে, ‘সিঙ্গাপুরের হেড কোচ হিসেবে দায়িত্ব পালনকালে দলটাকে আইসিসি বিশ্বকাপ লিগের চতুর্থ ডিভিশনে উন্নীত করেন তিনি। এছাড়াও তিনি ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিবির ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।’
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল কোচ সালাউদ্দিন। তিনি এসিসি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন। বিপিএলের সবচেয়ে বেশি শিরোপা জেতানো কোচ তিনি এবং ঢাকা প্রিমিয়ার লিগেও পেয়েছেন চ্যাম্পিয়ন ট্রফির স্বাদ।
আরো পড়ুন : বিপিএলের এবারের আসরে বিসিবি থেকে যেসব সুবিধা পাবে দর্শকরা
ক্রিফোস্পোর্টস/০৬নভেম্বর২৪/এসআর