Connect with us
ফুটবল

সৌদি লিগের জনপ্রিয়তায় ধস, শীর্ষে আছে কারা?

সৌদি লিগের স্টেডিয়াম। ছবি - সংগৃহীত

কিছুদিন আগেও ফুটবল পাড়ায় জমজমাট ছিলো সৌদি প্রো লিগের নাম। আরবীয়দের টাকা বিনিয়োগ, কোটি কোটি ডলারের চুক্তি, নামিদামি খেলোয়াড়দের সৌদি লিগে যোগদান ইত্যাদি সৌদি লিগ কে একটা জৌলুসময় অবস্থা তৈরি হয়েছিলো। যেন একপ্রকার তাঁরার মেলা বসেছিলো এই লিগে।

তবে তাঁরার মতো জ্বলতো থাকা লিগটার যেন হঠাৎই ছন্দপতন ঘটলো। জনপ্রিয়তার দিকে চলতে থাকা লিগে এখন প্রায়ই ম্যাচেই আশানুরুপ দর্শক উপস্থিতি থাকছে না। জনপ্রিয়তার দিক থেকেও ৩০ এর নিচে চলে গেছে এই লিগের অবস্থান।

রোনালদোর মতো বিশ্বসেরা ফুটবলার মাঠে নেমেছে এমন ম্যাচেও ৪৪ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দর্শক উপস্থিতি থাকছে ৩ হাজার মতো।

পরিসংখ্যান বলছে গত মৌসুমে ভারতীয় ফুটবল সুপার লিগের তুলনায়ও কম দর্শকসংখ্যা উপস্থিতি ছিলো সৌদি প্রো লিগে। সৌদি লিগে ৮ হাজার ১৫৮ জন দর্শক উপস্থিতি ছিলো গত মৌসুমে।

এমনকি জনসংখ্যায় পিছিয়ে থাকা দেশ স্কটল্যান্ডের ফুটবল লিগের জনপ্রিয়তা সৌদি প্রো লিগের থেকেও বেশি। অনুপাতের গড় হিসেবে সবার শীর্ষ লিগ হিসবে অবস্থান করছে স্কটিশ লিগ। এই লিগে ম্যাচ গড়ে দর্শক উপস্থিতি ১৬ হাজার ১১৫ জন।

আবার আমেরিকার মেজর লিগ সকারের জনপ্রিয়তা মেসির আগমনের আগেও ছিল চোখে পড়ার মতো। সেখানে দর্শক উপস্থিতি ছিলো ২৩ হাজার ৭৫০ এর বেশি তবে উত্তর আমেরিকা মহাদেশে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে মেক্সিকোর লিগা মেকিক্সই।

অন্যদিকে লাতিন আমেরিকার ফুটবলের ‘আতুরঘর’ খ্যাত দেশ ব্রাজিলের লিগে দর্শক উপস্থিতি আরেক জায়ান্ট আর্জেন্টিনার থেকেও কম। আর্জেন্টিনার দর্শক উপস্থিতি যেখানে ২৭ হাজার ৩৬৫ জন ব্রাজিলের সেখানে ২৫ হাজার ৮৬৯ জন। এমনকি আর্জেন্টিনা ফুটবল লিগে জন সংখ্যা উপস্থিতি ফ্রান্সের লিগ ওয়ান কেও টপকে গেছে।

ইতালির সিরিআ দেখতে দর্শক জড়ো হয় ম্যাচপ্রতি গড়ে ৩০ হাজার ৯৬০ জন। বুন্দেসলিগা-২ তে দর্শক আগ্রহে উপস্থিতি থাকে গড়ে ২৯ হাজার ২৯০ জন। এছাড়াও স্পেনের লা – লিগায় দর্শক উপস্থিতি থাকে গড়ে ২৯ হাজার। যা গড়ের হিসেবে এই লিগটাকে অবস্থান করিয়েছে ৫ নম্বরে।

জনপ্রিয় ফুটবল লিগের তালিকায় ২য় স্থানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ। দর্শক উপস্থিতি ম্যাচপ্রতি গড়ে সাড়ে ৩৮ হাজার মানুষ। এবং চেয়ে বেশি দর্শক দেখা জার্মান বুন্দেসলিগার ম্যাচে। যেখানে দর্শক উপস্থিতি ৩৯ হাজার ৫০৬ জন।

আরো পড়ুন : বৃষ্টি ও বায়ুদূষণের কারণে বিঘ্ন ঘটতে পারে কানপুর টেস্ট

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৪/এসআর

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল