কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনাল আজ উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল কলম্বিয়া। যেখানে নির্ধারিত সময়ে প্রতিপক্ষকে ১-০ গোলে হারিয়ে ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেছে কলম্বিয়া। এই জয়ে টানা ২৮ ম্যাচ অপরাজেয় রইল দলটি। অপরদিকে গতকাল কানাডাকে হারিয়ে সবার আগে কোপার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
আজ ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াই চালায় দুদল। প্রথমার্ধের শেষ দিকে জেফারসন লারমার গোলে এগিয়ে যায় কলম্বিয়া। বিরতি থেকে ফিরেই ডেনিয়েল মুনোজ লাল কার্ড দেখলে দ্বিতীয়ার্ধের গোটা সময় দশ জনের দল নিয়ে খেলে কলম্বিয়া। তবে একাধিক সুযোগ তৈরি করেও ম্যাচে আর ফিরে আসতে পারেনি লুইস সুয়ারেজ উরুগুয়ে।
এদিকে আগামী সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে কলম্বিয়া। ১৫ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬ টায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা চলতি আসরের ফাইনাল ম্যাচ। নিজেদের দ্বিতীয় কোপা শিরোপা জয়ের লক্ষ্যেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে কলম্বিয়া।
এদিন সেমিফাইনালের গোটা ম্যাচে বল দখলে এগিয়ে ছিল উরুগুয়ে। প্রতিপক্ষের পায়ে বল থাকলেই কড়া প্রেসিং করার টেষ্টা চালায় তারা। এতে করে ম্যাচে ফাউলও দেখা যায় অনেক। তবে গোছালো ফুটবল উপহার দিতে পারেনি কোন দল। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবার বাধা পেয়েছে উভয় পক্ষ। তবে ম্যাচের ৩৯তম মিনিটে জেফারসন লারমার গোলেই শেষ পর্যন্ত নির্ধারণ হয়ে যায় ম্যাচের ফলাফল।
কর্নার থেকে আসা এক বল দারুন উচ্চতায় লাফিয়ে সজোরে হেড করেন লারমা। এক ড্রপ খেয়ে কাছের পোস্ট ঘেঁষে বল জড়ায় জালে। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় উরুগুয়ে। ৭১তম মিনিটে সমতায় ফেরার দারুন এক সুযোগ পেয়েছিল তারা। তবে তাদের নেয়া একটি শট গোল পোষ্টের বাইরের দিকে আঘাত করলে হতাশ হতে হয় সুয়ারেজদের। গোটা ম্যাচে আর ফিরে আসতে পারেনি উরুগুয়ে।
এদিকে কোপা আমেরিকার চলতি আসরে অন্যতম ফেভারিট দল ছিল উরুগুয়ে ও কলম্বিয়া। দুই দলই ছিল নিজেদের সেরা ফর্মে। ১৯৬০ সালের পর একই বছর আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারানো প্রথম দল উরুগুয়ে। চলতি টুর্নামেন্ট থেকে তারাই বিদায় করেছে ব্রাজিলকে। এবার সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হেরে নিজেদের কোপা আমেরিকা যাত্রা হলো ভঙ্গ।
কলম্বিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনার এবার লড়াই করছে নিজেদের ১৬ তম কোপা শিরোপা জয়ের লক্ষ্যে। গেল ২০২১ কোপার ট্রফি নিজেদের দখলে নিয়েছিল মেসির দল। এর মাঝে তারা জিতে নিয়েছে ফিফা বিশ্বকাপও। এবার আরও একটি শিরোপা জয়ের লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। এর আগে একবারই দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। ১৯৯১ সালের সেই ফাইনালে ২-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
আরও পড়ুন: নেদারল্যান্ডসকে বিদায় দিয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৪/এফএএস