Connect with us
ক্রিকেট

আন্দ্রে রাসেল ঝড়ে সাকিবদের হারাল কুমিল্লা

Comilla Victorians vs Rangpur Riders
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা রাসেল। ছবি- সংগৃহীত

বিপিএলের দশম আসরে অনেকটাই উড়ছে রংপুর রাইডার্স। একের পর এক জয় দিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। তবে এবার রংপুরের জয়ের ধারা থামালো প্লে-অফ নিশ্চিত করা আরেক দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা আট জয়ের পর নবম ম্যাচে এসে হেরেছে সাকিব-সোহানরা।

বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে আজ (মঙ্গলবার) রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে রংপুরকে ৬ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। বল হাতে ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ১২ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলছেন আন্দ্রে রাসেল।

টস হেরে প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভার খেলে ১৫০ রানে গুটিয়ে যায় রংপুর। এদিন শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। সাকিব ২৪ রান করলেও টপ অর্ডারে আর কেউই দুই অঙ্কের ঘর ছুতে পারেনি।

ছয়ে নামা জেমি নিশাম একপাশ থেকে রান তুলে গেলেও অপরপাশে আসা-যাওয়ার মধ্যে থাকে রংপুরের ব্যাটাররা। ১০৭ রানে ৯ উইকেট হারিয়ে দল যখন বিপদে তখন ইমরান তাহিরের সঙ্গে জুটি গড়ে দলকে রক্ষা করেন নিশাম। দশম উইকেট তাদের ২২ বলে ৪৩ রানের জুটিতে ভর করে ১৫০ রানের লড়াকু পুজি পায় রংপুর।

কুমিল্লার হয়ে মোহাম্মদ মুশফিক হাসান ও আন্দ্রে রাসেল ৩টি করে উইকেট নেন। এছাড়া ম্যাথিউ ফোর্ডে ২ ও তানভীর ইসলাম ১টি উইকেট শিকার করেন।

১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে দলীয় ৩৬ রানের মাথায় ২টি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় কুমিল্লা। সুনীল নারাইন ও তাওহীদ হৃদয়ের উইকেট তুলে নেন সাকিব। তবে বিপত্তি সামাল দেন অধিনায়ক লিটন দাস ও মাহিদুল ইসলাম ইসলাম অংকন।

ইনিংসের ১৪তম ওভারে দলীয় ১০১ রানের মাথায় আবারো আঘাত হানেন সাকিব আল হাসান। সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে ৪৩ রান করে ফিরে যান লিটন। ফলে ভেঙে যায় তাদের ৬৫ রানের জুটি। পরের ওভারেই মাহিদুলের উইকেট তুলে নেন আবু হায়দার রনি। পরপর দুই উইকেট হারিয়ে আবারো কিছুটা চাপে পড়ে যায় কুমিল্লা।

তবে এ যাত্রায় দলকে রক্ষা করেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। শেষদিকে ১২ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে ১৪ বল ৬ উইকেট হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেছেন এই বিধ্বংসী ক্রিকেটার। রংপুরের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন সাকিব।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর রাইডার্স: ১৫০/১০ (১৯.৫ ওভার)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৫১/৪ (১৭.৪ ওভার)

ফলাফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ উইকেটে জয়ী

আরও পড়ুন: খুলনাকে হারিয়ে প্লে-অফে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট