বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে আজ (শুক্রবার) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে চট্টগ্রামকে ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল।
সিলেটে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। আগে বোলিং করে চট্টগ্রামকে মাত্র ৭২ রানেই অলআউট করে দেয় ভিক্টোরিয়ান্সরা। চট্টগ্রামের হচ্ছে সর্বোচ্চ ২৭ রান করেন টম ব্রুস।
কুমিল্লার হয়ে আগুন ঝরানো বোলিং করেন তানভীর ইসলাম। ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৪ টি উইকেট শিকার করেছেন এই বাহাতি স্পিনার। এছাড়া আলিস ইসলাম ২ টি এবং মুস্তাফিজুর রহমান, আমের জামাল ও র্যামন রেইফার ১ টি করে উইকেট নেন।
৭৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে শুরুতে লিটন দাস ও মাহিদুল ইসলামের উইকেট হারালেও, মোহাম্মদ রিজওয়ান ও তাওহীদ হৃদয়ের কল্যাণে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। তাওহীদ ১৩ বলে ৩১ রান করে আউট হয়ে যান এবং রিজওয়ান ১৬ রান করে অপরাজিত ছিলেন। চট্টগ্রামের হয়ে ১ টি করে উইকেট নেন আল-আমিন হোসেইন, বিলাল খান ও জিয়াউর রহমান।
এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চট্টগ্রাম। ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট কুমিল্লার। আর ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে চট্টগ্রাম।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ৭২/১০ (১৬.৩ ওভার)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ৭৩/৩ (৯.২ ওভার)
ফলাফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ উইকেটে জয়ী
আরও পড়ুন: পাঁচ হারের পর প্রথম জয় পেল সিলেট স্ট্রাইকার্স
ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি২৪/এমটি