Connect with us
ক্রিকেট

যুব দলের পেসার বর্ষণকে দলে ভিড়িয়েছে কুমিল্লা

Rohanat doullah Borson
রোহনাত দৌল্লাহ বর্ষণ। ছবি- সংগৃহীত

বিপিএলে প্লে অফ ম্যাচের আগে যুব দলের পেসার রোহনাত দৌল্লাহ বর্ষণকে দলে ভেড়ালো বিপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চলতি মাসেই যুব বিশ্বকাপ খেলে দেশে ফেরা বর্ষন নিজ এলাকা সৈয়দপুরে ছুটি কাটাচ্ছিলেন। সেখান থেকেই হঠাৎ বিপিএল মাতানোর সুযোগ পেয়ে গেলেন এই তরুণ পেসার।  

ধারণা করা হচ্ছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় তার জায়গায় বিকল্প হিসেবে বর্ষনকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি৷ কিছুদিন আগে কুমিল্লার হয়ে নেটে বোলিংয়ের সময়ে কুমিল্লার ব্যাটার ম্যাথু ফর্ডের শট মুস্তাফিজের মাথায় গিয়ে লাগলে আহত হন ফিজ। পরে সেখান থেকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে এই পেসারকে রক্তাক্ত অবস্থায় নিয়ে গেলে তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়।

এজন্য তার পুরোপুরি সুস্থ হতে আরও কিছু দিন সময় লাগবে বলে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ফলে কুমিল্লার হয়ে আসরের প্রথম কোয়ালিফায়ারে খেলা হচ্ছে না কাটার মাস্টারের। তাই এমন গুঞ্জন শোনা গেছে, তার বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছে যুব দলের পেসার রোহনাত দৌল্লাহ বর্ষণকে।

টেবিলের দুই নম্বরে থেকে টুর্নামেন্টের প্লে অফ নিশ্চিত করা ভিক্টোরিয়ান্সদের হয়ে আসরের বাকি সময়ে দেখা যাবে এই তরুণ পেসারকে। যুব বিশ্বকাপে বর্ষনের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতই। অজিদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪ উইকেট ছাড়াও আসরে মোট ৯ উইকেট শিকার করেন তিনি। এছাড়া দলের প্রয়োজনে শেষ দিকে ব্যাট হাতেও ভালোই কার্যকরী বর্ষণ।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে আরো একটি সিরিজ খেলবে বাংলাদেশ 

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট