বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে সবচেয়ে সফলতম ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে বিপিএলের এবারের আসরে থাকছে না এই ফ্রাঞ্চাইজিটি। কুমিল্লার না থাকায় বিপিএল রঙ হারাবে বলে মনে দলটির সফলতম অধিনায়ক ইমরুল কায়েস।
বিপিএলে এ পর্যন্ত চারটি শিরোপা জিতেছে কুমিল্লা। তার মধ্যে তিনটিই এসেছে ইমরুল কায়েসের অধিনায়কত্বে। তবে এবারের বিপিএল কুমিল্লা ফ্রাঞ্চাইজিকে মিস করবে বলে মনে করেন এই তারকা।
আজ (রবিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইমরুল। বিপিএলে কুমিল্লা সবসময় শক্তিশালী দল গঠন করে এবং বিশ্বের বড় বড় তারকাদের ভেড়ায় তারা। এজন্য ইমরুল মনে করেন এমন একটি ফ্রাঞ্চাইজির বিপিএলে থাকা উচিত। তবে না থাকায় বিপিএল কিছুটা রঙ হারাবে।
আরও পড়ুন:
» জাপানের একটি ক্লাবের বিপক্ষে ১৭টি গোল হজম করলেন ভারতের মেয়েরা
» টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা
ইমরুল বলেন, ‘কুমিল্লার মতো দল থাকলে বিপিএলের জন্য ভালো। ওরা সবসময় ভালো দল তৈরি করে। বড় বড় তারকা ক্রিকেটার দলে ভেড়ায়। সেক্ষেত্রে কুমিল্লা না থাকায় বিপিএল কিছুটা হলেও রঙ হারাবে। ওদের মতো আর কেউ প্লেয়ার আনবে কি না আমি জানি না। আমি মনে করি বিপিএল কুমিল্লাকে মিস করবে।’
কুমিল্লা না থাকা স্বাভাবিকভাবেই কুমিল্লার হয়ে খেলা হচ্ছে না ইমরুলের। তবে তার নতুন গন্তব্য কোথায়? এ নিয়ে ইমরুল বলেন, ‘আমার সঙ্গে দুই-একটা দলের কথা হয়েছে। মৌখিকভাবে কথা হয়েছে, তবে এখনো অফিসিয়াল কিছু হয়নি। আগামী ১৪ তারিখ বিপিএলের নিলাম হবে। এরপর বোঝা যাবে।’
ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৪/বিটি