Connect with us
ক্রিকেট

শেষ মুহুর্তে উত্তেজনা ছড়ানো ম্যাচে কুমিল্লার ৮ রানে হার

RR vs CV
কুমিল্লাকে টপকে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে রংপুর। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের (সোমবার) দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় ছিল হাইভোল্টেজ ম্যাচ। যেখানে সাকিব-সোহানদের রংপুর রাইডার্সের প্রতিপক্ষ আসরের অন্যতম ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচের শেষ দিকে কিছুটা উত্তেজনা ছড়ালেও ফেভারিট কুমিল্লার বিপক্ষে ৮ রানের সহজ জয় তুলে নিয়েছে রাইডার্সরা।

শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ে আসা রংপুর দলীয় ১৮ রানেই ওপেনার ব্রেন্ডন কিংকে হারায়। ১২ বলে ১৪ করে আউট হন এই ক্যারিবীয়। আরেক ওপেনার বাবর আজমের ৩৬ বলে ৩৭ রান ও ফজলে মাহমুদের ২১ বলে ৩০ রানের কল্যাণে শুরুর ধাক্কা সামাল দেয় রংপুর। পরে আজমতউল্লাহ ওমরজাইয়ের ২০ বলে ঝোড়ো ৩৬ রান ও বাকি ব্যাটসম্যানরা ভালো স্ট্রাইক রেএ্টে রান তোলায় ১৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।

কুমিল্লার হয়ে রেমন রেইফার ৩ ওভারে ২০ রান খরচায় পান ২ উইকেট। এছাড়া তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও খুশদিল শাহ সমান একটি করে উইকেট নেন।

চ্যালেঞ্জিং রান তাড়ায় নেমে দলীয় ১ রানের সময় শূণ্য রানে সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। এরপর থেকে কুমিল্লা সহজে উইকেট না খোয়ালেও কোন ব্যাটসম্যানই বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। ফলে শেষ মুহুর্ত পর্যন্ত লড়ে যাওয়া ভিক্টোরিয়ান্সদের ৮ রানে ম্যাচটি হারতে হয়োছে। আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান ২১ বলে ১৭ রান করে আউট হন।

তরুণ মাহিদুল ইসলাম অংকন করেন ৫৫ বলে ৬৩। মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহীদ হৃদয়ের ২৮ বলে ৩৯, খুশদিল শাহর ৮ বলে ১৩ রান ও জাকের আলীর ৪ বলে ১৮ রানের ছোট্ট ক্যামিওর পরও ম্যাচটি হেরে গেছে টুর্নামেন্টের সফলতম দল কুমিল্লা।

আজমতউল্লাহ ওমরজাইয়ের ২ উইকেটের সাথে সাকিব আল হাসান, মোহাম্মদ নবী ও হাসান মাহমুদ ১টি করে উইকেট নেন।

আরও পড়ুন: ঢাকাকে হেসেখেলে ১০ উইকেটে হারাল খুলনা 

ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট