চলতি বিপিএলের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। ফাইনালে আগে ব্যাট করে তামিম ইকবালের বরিশালকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা। ম্যাচে শুরু থেকে ধুকতে থাকা কুমিল্লাকে শেষ পর্যন্ত লড়াকু পুঁজি পাইয়ে দিয়েছে ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল।
আজ মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সুনীল নারিনের উইকেট হারিয়ে ধাক্কা খায় কুমিল্লা। এদিন দলের ভরসা হতে পারেননি অধিনায়ক লিটন দাস কিংবা গোটা আসর উজ্জ্বল থাকা তাওহীদ হৃদয়। জনসন চার্লসও দলের ভরাডুবির সময় নিতে পারেননি ত্রাতার ভূমিকা।
দলীয় ৭৯ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে উইকেটে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান মাহিদুল ইসলাম অঙ্কন। দলীয় সর্বোচ্চ ৩৫ বলে ৩৮ রান করলেও ধীর গতির এই রান দলের জন্য খুব একটা ভালো প্রভাব ফেলতে পারেনি। লড়াই করার পুঁজি সংগ্রহ করতে যখন হিমশিম খাচ্ছিল কুমিল্লা ব্যাট হাতে তখন জ্বলে ওঠেন আন্দ্রে রাসেল।
ম্যাচের ১৭ তম ওভারে মাঠে নামেন এই ক্যারিবীয় তারকা। ৪ ছক্কায় ১৪ বলে খেলেন ২৭ রানের একটি ঝড়ো ইনিংস। এতে করে শেষ পর্যন্ত বরিশালের বিপক্ষে লড়াই করার একটি সংগ্রহ দাঁড় করাতে পারে লিটন বাহিনী। জয়ের জন্য ফরচুন বরিশালের প্রয়োজন নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান।
আরও পড়ুন: তামিম-মিরাজদের পর এবার বেইলি রোড ঘটনায় শোক জানাল বিসিবি
ক্রিফোস্পোর্টস/১মার্চ২৪/এফএএস