বিপিএলের দশম আসরের ফাইনালে আজ (শুক্রবার) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। ফাইনালে লিটন-তামিমদের জমজমাট লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? তা দেখতেই মুখিয়ে আছে দেশের ক্রিকেটপ্রেমীরা।
বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ পর্যন্ত ৪ টি শিরোপা ঘরে তুলেছে ফ্রাঞ্চাইজিটি। এবার টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে দলটি। তাদের সামনে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে পঞ্চম শিরোপা ঘরে তোলার সুযোগ রয়েছে।
এদিকে বিপিএলে এখন পর্যন্ত কোনো শিরোপার দেখা পায়নি বরিশাল। এ পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে ফ্রাঞ্চাইজিটি। তবে বর্তমান মালিকানার অধীনে একবার ফাইনাল খেলেছে দক্ষিণাঞ্চলের প্রতিনিধিত্বকারীরা। সেবার সাকিব আল হাসানের নেতৃত্বে কুমিল্লার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছে দলটি।
এর আগে ২০১৫ বিপিএলে বরিশালকে হারিয়েই প্রথম শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা। এবার আবারো ফাইনালে মুখোমুখি হবে দুই দল। কুমিল্লার বিপক্ষে আগের দুইবারের ফাইনালে স্বপ্নভঙ্গ হয়তো এবার পুষিয়ে নিতে চাইবে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।
ফাইনালের জমজমাট লড়াইয়ে আজ (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় মাঠে নামবে কুমিল্লা ও বরিশাল। কুমিল্লার পাঁচ নাকি বরিশালের প্রথম? মিরপুরে শেষ হাসি কে হাসবে এখন সেটাই দেখার পালা।
আরও পড়ুন: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগেভাগেই সিলেটে শ্রীলঙ্কা দল
ক্রিফোস্পোর্টস/১মার্চ২৪/এমটি