Connect with us
ক্রিকেট

রোমাঞ্চকর ম্যাচে কুমিল্লার জয়, বরিশালের টানা দুই হার

Comilla Victorians vs Fortune Barishal
বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা। ছবি- সংগৃহীত

হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অবশ্য জয় দিয়ে বিপিএল শুরু করা বরিশাল এ নিয়ে টানা দুই ম্যাচে হারের মুখ দেখল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে তামিমের ফরচুন বরিশালের মুখোমুখি হয় লিটনের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে ১ বল ও ৪ উইকেট হাতে রেখে আসরের প্রথম জয় নিশ্চিত করে কুমিল্লা।

শুরুতে ব্যাট করে সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ইনিংসের কল্যাণে ১৬১ রানে সংগ্রহ পায় বরিশাল। মুশফিক ৪৪ বলে ৬২ এবং সৌম্য ৩১ বলে ৪২ রান করেন। কুমিল্লার হয়ে মুস্তাফিজুর রহমান ৩ টি এবং রসটন চেজ ও ম্যাথু ফর্ডে ২ টি করে উইকেট নেন।

১৬১ রানের জাবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় কুমিল্লা। এরপর ইমরুল কায়েস একপাশ আগলে রাখলেও অপরপাশে আসা-যাওয়ার মধ্যে থাকেন কুমিল্লার ব্যাটাররা। দলীয় ১১৬ রানের মাথায় ৫২ রান করে কায়েস ফিরে গেলে জয় থেকে অনেকটাই ছিটকে যায় কুমিল্লা।

তবে ৬ষ্ঠ উইকেটে জাকের আলি ও খুশদিন শাহ ১৯ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ ওভারে জয়ের জন্য কুমিল্লার প্রয়োজন ছিলো ১৩ রান। ২০ তম ওভারের প্রথম বলেই রানআউটের শিকার হয়ে ফিরে যান খুশদিল শাহ।

খুশদিল ফিরে গেলে ব্যাটিংয়ে আসেন ফোর্ডে। দ্বিতীয় বলে ২ রান এবং পরের দুই বলে ছয় ও চার মেরে স্কোর সমান করেন ফোর্ডে। পঞ্চম বলে জয়সূচক রান নিয়ে ১ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় কুমিল্লা। জাকের আলি ২০ বলে ২৩ এবং ফোর্ডে ৪ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।

বরিশালের হয়ে দিমুথ ওয়েলালাগে ৩ টি এবং আব্বাস আফ্রিদি ও খালেদ আহমেদ ১ টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ফরচুন বরিশাল: ১৬১/৯ (২০ ওভার)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৬২/৬ (১৯.৫ ওভার)

ফলাফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেটে জয়ী

আরও পড়ুন: বিপিএলে নেমেই ফিফটি হাঁকালেন বাবর, হারল মাশরাফির সিলেট 

ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট