ঢাকা-সিলেট-ঢাকা, তিন পর্ব শেষে বিপিএল এখন বন্দরনগরী চট্টগ্রাম। দুইদিন বিরতি দিয়ে আজ থেকে ফের মাঠে গড়াবে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি। দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬ টায় সাকিবের রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তামিমের খুলনা টাইটেল।
চট্টগ্রামের এই পর্বে খেলা হবে মোট ১২টি ম্যাচ। এরপর বিপিএল পুনরায় ফিরবে ঢাকাতে। এখন পর্যন্ত ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। এই তালিকায় ধারাবাহিকভাবে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স এবং সবার তলানিতে দুর্দান্ত ঢাকা।
এক নজরে চট্টগ্রাম পর্বের সকল ম্যাচের সূচী:
তারিখ | ম্যাচ | সময় |
১৩ ফেব্রুয়ারি | কুমিল্লা-চট্টগ্রাম | বেলা ১টা ৩০ মিনিট |
১৩ ফেব্রুয়ারি | রংপুর-খুলনা | সন্ধা ৬টা ৩০ মিনিট |
১৪ ফেব্রুয়ারি | ঢাকা-বরিশাল | বেলা ১টা ৩০ মিনিট |
১৪ ফেব্রুয়ারি | কুমিল্লা-খুলনা | সন্ধা ৬টা ৩০ মিনিট |
১৬ ফেব্রুয়ারি | খুলনা-ঢাকা | বেলা ২টা |
১৬ ফেব্রুয়ারি | রংপুর-চট্টগ্রাম | সন্ধা ৭টা |
১৭ ফেব্রুয়ারি | বরিশাল-সিলেট | বেলা ১টা ৩০ মিনিট |
১৭ ফেব্রুয়ারি | চট্টগ্রাম-ঢাকা | সন্ধা ৬টা ৩০ মিনিট |
১৯ ফেব্রুয়ারি | কুমিল্লা-সিলেট | বেলা ১টা ৩০ মিনিট |
১৯ ফেব্রুয়ারি | রংপুর-বরিশাল | সন্ধা ৬টা ৩০ মিনিট |
২০ ফেব্রুয়ারি | চট্টগ্রাম-খুলনা | বেলা ১টা ৩০ মিনিট |
২০ ফেব্রুয়ারি | কুমিল্লা-রংপুর | সন্ধা ৬টা ৩০ মিনিট |
আরও পড়ুন: সাকিবকে নেতৃত্ব থেকে সরানোর ব্যাখ্যা দিলেন পাপন
ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৪/এফএএস