বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠেছে গত ১৯ জানুয়ারি। এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম শহরের তিনটি ভেন্যুতে। ইতোমধ্যে ঢাকায় দুই পর্ব এবং সিলেটে এক পর্ব সমাপ্ত হয়েছে। এবার বিপিএল গড়াবে চট্টগ্রামের মাটিতে।
আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে ফ্রাঞ্চাইজিগুলো। এই সময়ে চট্টগ্রামে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামীকাল (মঙ্গলবার) দুপুর দেড়টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রাম পর্ব। একই দিনে সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স।
চট্টগ্রাম পর্বের সময়সূচি:
তারিখ | ম্যাচ | সময় |
১৩ ফেব্রুয়ারি | কুমিল্লা ভিক্টোরিয়ানস-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | বেলা ১-৩০ মি. |
১৩ ফেব্রুয়ারি | রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স | সন্ধ্যা ৬-৩০ মি. |
১৪ ফেব্রুয়ারি | ফরচুন বরিশাল-দুর্দান্ত ঢাকা | বেলা ১-৩০ মি. |
১৪ ফেব্রুয়ারি | কুমিল্লা ভিক্টোরিয়ানস-খুলনা টাইগার্স | সন্ধ্যা ৬-৩০ মি. |
১৬ ফেব্রুয়ারি | খুলনা টাইগার্স-দুর্দান্ত ঢাকা | বেলা ২টা |
১৬ ফেব্রুয়ারি | রংপুর রাইডার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | সন্ধ্যা ৭টা |
১৭ ফেব্রুয়ারি | সিলেট স্ট্রাইকার্স-ফরচুন বরিশাল | বেলা ১-৩০ মি. |
১৭ ফেব্রুয়ারি | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-দুর্দান্ত ঢাকা | সন্ধ্যা ৬-৩০ মি. |
১৯ ফেব্রুয়ারি | কুমিল্লা ভিক্টোরিয়ানস-সিলেট স্ট্রাইকার্স | বেলা ১-৩০ মি. |
১৯ ফেব্রুয়ারি | রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল | সন্ধ্যা ৬-৩০ মি. |
২০ ফেব্রুয়ারি | খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | বেলা ১-৩০ মি. |
২০ ফেব্রুয়ারি | কুমিল্লা ভিক্টোরিয়ানস-রংপুর রাইডার্স | সন্ধ্যা ৬-৩০ মি. |
আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ জয় রংপুরের। ৮ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সাকিব-সোহানদের দলটি। তাদের পয়েন্ট ১২। এক ম্যাচ কম খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লার চেয়ে এক ম্যাচ বেশি খেলে সমান জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বন্দর নগরীর দল চট্টগ্রাম। আর সমান ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে ফরচুন বরিশাল এবং পাঁচে খুলনা টাইগার্স।
এছাড়া ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে সিলেট স্ট্রাইকার্স এবং আসরে একটিমাত্র জয় পাওয়া দুর্দান্ত ঢাকা টেবিলে সবার নিচে অবস্থান করছে।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারতকে হারানো তারকাকে বিপিএলে আনলো খুলনা
ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৪/এমটি