সৌদি আরবের মাটিতে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সুদানের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ারা। একটিতে হারলেও আরেকটি ড্র করে মাঠ ছেড়েছে। তবে এবার যাত্রা কুয়েত। ভিসা জটিলতা কাটিয়ে সৌদি আরব থেকে কুয়েতে গেছে বাংলাদেশ ফুটবল দল।
বিশ্বকাপ বাছাইয়ে আগামী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। সৌদি আরবে প্রায় দুই সপ্তাহ অনুশীলন ক্যাম্প করেছে তারা।
গত ২ থেকে ১৬ মার্চ সৌদি আরবের তায়েফ শহরের কিং ফাহাদ স্পোর্টস কমপ্লেক্সে বিশ্বকাপ বাছাইপর্বের অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ। সুদানের বিপক্ষে খেলে দুটি প্রীতি ম্যাচ। আফ্রিকার দেশটিকেকে প্রথম ম্যাচে গোলশূন্যতে রুখে দেয় জামাল ভুঁইয়ারা। পরের ম্যাচে শক্তিশালী দলটির কাছে ৩-০তে হেরে যায় তারা। তারপরও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুস্ট কোচ হাভিয়ের কাবরেরা।
এই দুটি ম্যাচেই ২৮ ফুটবলারের প্রায় সবাইকেই পরখ করে দেখেন কাবরেরা। আগামী ২১ মার্চ কুয়েতে বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
সৌদি আরবে ক্যাম্পে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় নিয়ে গিয়েছিলেন কাবরেরা। এই তরুণ-তুর্কিদের নিয়ে আশাবাদী এই স্প্যানিশ কোচ। তিনি জানান, সৌদি আরবে অনুশীলন ক্যাম্পে আমি সন্তুষ্ট। নতুনেরা আমাদের ধ্যানধারণার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে। তারা নিজেদের ঝালিয়ে নিতে পেরেছে। চূড়ান্ত স্কোয়াডে সুযোগ করে নেওয়ার কাজটাও নিবিড়ভাবে করতে পেরেছি।
কাবরেরা আরও বলেন, ‘সুদান আর ফিলিস্তিন একই ধরনের দল। সুদান দুটি ম্যাচেই যথেষ্ট আগ্রাসী ফুটবল খেলেছে। আমি খুশি, আমাদের খেলোয়াড়েরা যথেষ্ট লড়াই করেছে। র্যাঙ্কিংয়ের ১২৭তম স্থানে থাকা সুদানের বিপক্ষে দুটি ম্যাচও বাড়তি কিছুই যোগ করেছে প্রস্তুতিতে। সব মিলিয়ে এ ম্যাচগুলোতে ইতিবাচক অনেক কিছুই আছে।
অনুশীলন ক্যাম্প শেষে কুয়েতের উদ্যেশ্যে রওয়ানা দেয়ার আগে ভিসা জটিলতায় পড়ে বাংলাদেশ দল। কুয়েতের ভিসা নিয়ে বেশ ঝক্কি পোহাতে হয়। এক মাস আগে কুয়েত ফুটবল ফেডারেশনকে বাফুফে দলের পূর্ণাঙ্গ তালিকা দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও অন্তিম মুহূর্তে ভিসা পায় বাংলাদেশ দল। অবশেষে কাটে ভিসা জটিলতা।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে সাধারণত এক-দেড় ঘন্টা আগেই বোর্ডিং বন্ধ হয়। বোর্ডিং বন্ধ হওয়ার একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশের দুই ফুটবলার চন্দন রায় ও রফিক কুয়েতের ভিসা পান। সৌদি আরব থেকে কুয়েতের যায় জামাল ভূঁইয়ারা। কুয়েত সিটিতে পৌঁছানোর পর তাদের বরণ করে নেয়া হয়। জামাল ভূঁইয়াদের স্বাগতম জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।
আরও পড়ুন: লিভারপুলের দুর্দান্ত ফর্মের রহস্য জানালেন ক্লপ
ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৪/এজে/এসএ