Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে শঙ্কা, যা বলছে বিসিবি

Concern about Bangladesh-India match, what BCB says
কানপুর টেস্টে সফরকারীদের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। ছবি- সংগৃহীত

চলতি মাসের মাঝামাঝি সময়ে দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফর করবে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। তবে এই সফরে একটি টি-টোয়েন্টির পর এবার একটি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ-ভারতের ম্যাচে হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। প্রথম হুমকি এসেছিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচকে ঘিরে। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি বাতিলের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছিল হিন্দু মহাসভার সহ-সভাপতি ডাঃ জয়বীর ভরদ্বাজ।

এবার দ্বিতীয় টেস্ট ম্যাচে হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে মাঠে গড়ানোর কথা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে এই হুমকির কারণে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা গিয়েছে। তবে ম্যাচটি আয়োজনের ক্ষেত্রে ভেন্যু পরিবর্তন করা হতে পারে, বিসিসিআইয়ের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এবিপি লাইভ।

আরও পড়ুন:

» সাকিবকে ঠিকমতো খেলতে দিলে দেশের জন্যই ভালো : সুজন

» অনিয়মের দায়ে দুই কোচের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিকেএসপি 

এবিপি লাইভ তাদের প্রতিবেদনে জানিয়েছে, কানপুর টেস্টে হামলার হুমকির বিষয়টি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। গুঞ্জন রয়েছে, এই ম্যাচের ভেন্যু পরিবর্তন করে ইন্দোরে আয়োজিত হতে পারে ম্যাচটি। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি।

তবে এ নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দল তাদের পূর্বপরিকল্পনা অনুসারেই এগোবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার প্রসঙ্গে ফাহিম বলেন, ‘আসলে সব দেশের খেলাতেই এরকম অন এন্ড অফ থাকেই। এই সিরিজের জন্য এটা বড় কোনো হুমকি বলে আমার মনে হয় না। আমরা যেভাবে পরিকল্পনা করেছি সেভাবেই সামনের দিকে এগিয়ে যাবো।’

ভারত সিরিজকে সামনে রেখে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে টাইগাররা। এরপর ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। আগামী দু-তিন দিনের মধ্যেই সিরিজের দল ঘোষণা করা হবে।

ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট