গতকাল (বুধবার) কোপা আমেরিকায় গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আর এর মাধ্যমে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে সেলেসাওরা। কিন্তু এই ম্যাচে ব্রাজিলের জন্য জয়টাও আরও গুরুত্বপূর্ণ ছিল কেননা গতকাল জয় পেলে কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ হতো পানামা। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ড্র করায় রবিবারের ম্যাচে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হট ফেভারিট উরুগুয়ে।
কিন্তু ব্রাজিল হয়তো গতকালের খেলাটি জয় দিয়েই শেষ করতে পারতো। যদি ম্যাচের ৪২ মিনিটে কলম্বিয়ার ডি-বক্সের মধ্যে ভিনিকে ফেলে দেয়ার পর সেটিকে ফাউল হিসেবে ধরতেন রেফারি। গতকালের ম্যাচটি অনুষ্ঠিত হয় ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে। খেলার ৪২ তম মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গারকে নিজেদের ডি-বক্সে ফেলে দেন কলম্বিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজ। কিন্তু সেটিকে তখন ফাউল হিসেবে গণনাই করেননি ম্যাচ রেফারি।
এমনকি ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির দায়িত্বে থাকা আর্জেন্টিনার মাউরো ভিগিলিয়ানোর চোখেও সেটি ধরা পড়েনি। ফলে ম্যাচে ২-০ তে এগিয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে হয় ২০১৯ কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের। কিন্তু এই সিদ্ধান্তটি ব্রাজিলের জন্য ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা শুধুমাত্র ড্র হওয়ার কারণে এখন সেলেসাওদের শেষ আটে উরুগুয়েকে মোকাবিলা করতে হচ্ছে।
আরো পড়ুন : তিন পাকিস্তানি তারকা ক্রিকেটারের উপর পিসিবির ‘নিষেধাজ্ঞা’
অবশেষে ব্রাজিলকে পেনাল্টি না দেয়ার সিদ্ধান্তটি যে ভুল ছিল সেটা কোপা আমেরিকার আয়োজক কনমেবলও স্বীকার করে নিল। তাদের দাবি – ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে ব্রাজিলকে পেনাল্টি না দেয়ার সিদ্ধান্তটি রেফারি ও ভিএআর এর ভুল ছিল। গতকালই (০৩ জুলাই) এক ভিডিও বার্তায় কনমেবল জানায়, ‘বক্সের মধ্যে বল দখলের লড়াইয়ে ডিফেন্ডার বলে কোন রকম স্পর্শই করেননি। এই অবস্থাতেই তিনি ভিনিসিয়াসের সাথে সংঘর্ষ করে তাকে ফেলে দেন। কিন্তু এর কারণে যৌক্তিক সিদ্ধান্তটি গ্রহণ করা হয়নি। রেফারি বিষয়টি দেখতে না পেয়ে খেলা চালিয়ে গেছেন। এমনকি ভিএআর এরও বিষয়টি দৃষ্টিগোচর হয়নি যে ব্রাজিলিয়ান উইঙ্গারের সঙ্গে সংঘর্ষে জড়ানো হয়েছে। ফলে ভিএআর মাঠের সিদ্ধান্তই বহাল রাখার পক্ষে রায় দিয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
বিষয়টি মেনে নিতে পারেননি ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। এই ব্রাজিলিয়ান আগেই জানিয়েছিলেন, ‘এটিকে ফাউল ধরা হলে আমরা ২-০ তে এগিয়ে যেতে পারতাম। এরপরই কিন্তু আমরা গোল হজম করেছি যেটা পার্থক্য গড়ে দিয়েছে পড়ে। অবাক করার বিষয় হলো, পুরো স্টেডিয়ামে কেবল রেফারি আর ভিএআরই বোঝেনি ওটা পেনাল্টি ছিল। এতে ক্ষতি হয়েছে আমাদের।’
ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৪/এমএস