আগামী ২১ জুন পর্দা উঠছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার। অঞ্চলভিত্তিক এই ফুটবল মহারণের ৪৮তম আসরটি বসছে যুক্তরাষ্ট্রে। লাস ভেগাস, কানসাস সিটি এবং লস এঞ্জেলেসহ দেশের কয়েকটি শহরের ১৪ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসরের ম্যাচগুলো।
এবারের আসরে কনমেবল থেকে ১০টি এবং কনকাকাফ থেকে ৬টি সহ মোট ১৬টি দেশ অংশগ্রহণ করবে। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। আগামী শুক্রবার (২১ জুন) উদ্ধোধনী ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
প্রায় একমাসব্যাপী এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব চলবে ২১ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনাল খেলবে, যা চলবে ৫ থেকে ৭ জুলাই পর্যন্ত। এরপর ১০ ও ১১ জুলাই সেমিফাইনালের পর ১৪ জুলাই ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
আরও পড়ুন:
» পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে জয় পেল পর্তুগাল
» ইউরো চ্যাম্পিয়নশিপের ফলাফলে নজর রাখছেন তো?
গ্রুপ-এ: আর্জেন্টিনা, চিলি, পেরু, কানাডা
গ্রুপ-বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা
গ্রুপ-সি: উরুগুয়ে, যুক্তরাষ্ট্র, পানামা, বলিভিয়া
গ্রুপ-ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা
২০২৪ কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি
গ্রুপ পর্ব
তারিখ | বাংলাদেশ সময় | ম্যাচ | ভেন্যু |
শুক্রবার, ২১ জুন | সকাল ৬টা | আর্জেন্টিনা বনাম কানাডা | জর্জিয়া |
শনিবার, ২২ জুন | সকাল ৬টা | পেরু বনাম চিলি | টেক্সাস |
রবিবার, ২৩ জুন | ভোর ৪টা | ইকুয়েডর-ভেনেজুয়েলা | ক্যালিফোর্নিয়া |
রবিবার, ২৩ জুন | সকাল ৭টা | মেক্সিকো-জ্যামাইকা | টেক্সাস |
সোমবার, ২৪ জুন | ভোর ৪টা | যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়া | টেক্সাস |
সোমবার, ২৪ জুন | সকাল ৭টা | উরুগুয়ে বনাম পানামা | ফ্লোরিডা |
মঙ্গলবার, ২৫ জুন | ভোর ৪টা | কলম্বিয়া বনাম প্যারাগুয়ে | টেক্সাস |
মঙ্গলবার, ২৫ জুন | সকাল ৭টা | ব্রাজিল বনাম কোস্টারিকা | ক্যালিফোর্নিয়া |
বুধবার, ২৬ জুন | ভোর ৪টা | পেরু বনাম কানাডা | কানসাস |
বুধবার, ২৬ জুন | সকাল ৭টা | চিলি বনাম আর্জেন্টিনা | নিউ জার্সি |
বৃহস্পতিবার, ২৭ জুন | ভোর ৪টা | ইকুয়েডর বনাম জ্যামাইকা | নেভাডা |
বৃহস্পতিবার, ২৭ জুন | সকাল ৭টা | ভেনেজুয়েলা বনাম মেক্সিকো | ক্যালিফোর্নিয়া |
শুক্রবার, ২৮ জুন | ভোর ৪টা | পানামা বনাম যুক্তরাষ্ট্র | জর্জিয়া |
শুক্রবার, ২৮ জুন | সকাল ৭টা | উরুগুয়ে বনাম বলিভিয়া | নিউ জার্সি |
শনিবার, ২৯ জুন | ভোর ৪টা | কলম্বিয়া বনাম কোস্টারিকা | অ্যারিজোনা |
শনিবার, ২৯ জুন | সকাল ৭টা | প্যারাগুয়ে বনাম ব্রাজিল | নেভাডা |
রবিবার, ৩০ জুন | সকাল ৬টা | আর্জেন্টিনা বনাম পেরু | ফ্লোরিডা |
রবিবার, ৩০ জুন | সকাল ৬টা | কানাডা বনাম চিলি | ফ্লোরিডা |
সোমবার, ১ জুলাই | সকাল ৬টা | মেক্সিকো বনাম ইকুয়েডর | অ্যারিজোনা |
সোমবার, ১ জুলাই | সকাল ৬টা | জ্যামাইকা বনাম ভেনেজুয়েলা | টেক্সাস |
মঙ্গলবার, ২ জুলাই | সকাল ৭টা | বলিভিয়া বনাম পানামা | ফ্লোরিডা |
মঙ্গলবার, ২ জুলাই | সকাল ৭টা | যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে | মিসৌরি |
বুধবার, ৩ জুলাই | সকাল ৭টা | ব্রাজিল বনাম কলম্বিয়া | ক্যালিফোর্নিয়া |
বুধবার, ৩ জুলাই | সকাল ৭টা | কোস্টারিকা বনাম প্যারাগুয়ে | টেক্সাস |
কোয়ার্টার ফাইনাল
তারিখ | বাংলাদেশ সময় | ম্যাচ | ভেন্যু |
শুক্রবার, ৫ জুলাই | সকাল ৭টা | এ ১ বনাম বি ২ | টেক্সাস |
শনিবার, ৬ জুলাই | সকাল ৭টা | বি ১ বনাম এ ২ | টেক্সাস |
রবিবার, ৭ জুলাই | ভোর ৪টা | সি ১ বাম ডি ২ | নেভাডা |
রবিবার, ৭ জুলাই | সকাল ৭টা | ডি ১ বনাম সি ২ | অ্যারিজোনা |
সেমিফাইনাল
তারিখ | বাংলাদেশ সময় | ম্যাচ | ভেন্যু |
বুধবার, ১০ জুলাই | সকাল ৬টা | কোয়ার্টার ফাইনাল ১ জয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ২ জয়ী | নিউ জার্সি |
বৃহস্পতিবার, ১১ জুলাই | সকাল ৬টা | কোয়ার্টার ফাইনাল ৩ জয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ৪ জয়ী | নর্থ ক্যারোলিনা |
তৃতীয় স্থান নির্ধারণী
তারিখ | বাংলাদেশ সময় | ম্যাচ | ভেন্যু |
রবিবার, ১৪ জুলাই | সকাল ৬টা | সেমিফাইনালে পরাজিত দুই দল | নর্থ ক্যারোলিনা |
ফাইনাল
তারিখ | বাংলাদেশ সময় | ম্যাচ | ভেন্যু |
সোমবার, ১৫ জুলাই | সকাল ৬টা | দুই সেমিফাইনাল জয়ী দল | ফ্লোরিডা |
ক্রিফোস্পোর্টস/১৯জুন২৪/বিটি