Connect with us
ফুটবল

কোপা আমেরিকা ২০২৪ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

Copa America 2024: Full schedule at a glance
আগামী শুক্রবার পর্দা উঠছে কোপা আমেরিকার। ছবি- সংগৃহীত

আগামী ২১ জুন পর্দা উঠছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার। অঞ্চলভিত্তিক এই ফুটবল মহারণের ৪৮তম আসরটি বসছে যুক্তরাষ্ট্রে। লাস ভেগাস, কানসাস সিটি এবং লস এঞ্জেলেসহ দেশের কয়েকটি শহরের ১৪ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসরের ম্যাচগুলো।

এবারের আসরে কনমেবল থেকে ১০টি এবং কনকাকাফ থেকে ৬টি সহ মোট ১৬টি দেশ অংশগ্রহণ করবে। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। আগামী শুক্রবার (২১ জুন) উদ্ধোধনী ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

প্রায় একমাসব্যাপী এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব চলবে ২১ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনাল খেলবে, যা চলবে ৫ থেকে ৭ জুলাই পর্যন্ত। এরপর ১০ ও ১১ জুলাই সেমিফাইনালের পর ১৪ জুলাই ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

আরও পড়ুন:

» পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে জয় পেল পর্তুগাল

» ইউরো চ্যাম্পিয়নশিপের ফলাফলে নজর রাখছেন তো?

গ্রুপ-এ: আর্জেন্টিনা, চিলি, পেরু, কানাডা

গ্রুপ-বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা

গ্রুপ-সি: উরুগুয়ে, যুক্তরাষ্ট্র, পানামা, বলিভিয়া

গ্রুপ-ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা

২০২৪ কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি

গ্রুপ পর্ব

তারিখবাংলাদেশ সময়ম্যাচভেন্যু
শুক্রবার, ২১ জুনসকাল ৬টাআর্জেন্টিনা বনাম কানাডাজর্জিয়া
শনিবার, ২২ জুনসকাল ৬টাপেরু বনাম চিলিটেক্সাস
রবিবার, ২৩ জুনভোর ৪টাইকুয়েডর-ভেনেজুয়েলাক্যালিফোর্নিয়া
রবিবার, ২৩ জুনসকাল ৭টামেক্সিকো-জ্যামাইকাটেক্সাস
সোমবার, ২৪ জুনভোর ৪টাযুক্তরাষ্ট্র বনাম বলিভিয়াটেক্সাস
সোমবার, ২৪ জুনসকাল ৭টাউরুগুয়ে বনাম পানামাফ্লোরিডা
মঙ্গলবার, ২৫ জুনভোর ৪টাকলম্বিয়া বনাম প্যারাগুয়েটেক্সাস
মঙ্গলবার, ২৫ জুনসকাল ৭টাব্রাজিল বনাম কোস্টারিকাক্যালিফোর্নিয়া

 

বুধবার, ২৬ জুনভোর ৪টাপেরু বনাম কানাডা কানসাস
বুধবার, ২৬ জুনসকাল ৭টাচিলি বনাম আর্জেন্টিনানিউ জার্সি
বৃহস্পতিবার, ২৭ জুনভোর ৪টাইকুয়েডর বনাম জ্যামাইকানেভাডা
বৃহস্পতিবার, ২৭ জুনসকাল ৭টাভেনেজুয়েলা বনাম মেক্সিকোক্যালিফোর্নিয়া
শুক্রবার, ২৮ জুনভোর ৪টাপানামা বনাম যুক্তরাষ্ট্র জর্জিয়া
শুক্রবার, ২৮ জুনসকাল ৭টাউরুগুয়ে বনাম বলিভিয়ানিউ জার্সি
শনিবার, ২৯ জুনভোর ৪টাকলম্বিয়া বনাম কোস্টারিকাঅ্যারিজোনা
শনিবার, ২৯ জুন সকাল ৭টাপ্যারাগুয়ে বনাম ব্রাজিলনেভাডা

 

রবিবার, ৩০ জুনসকাল ৬টাআর্জেন্টিনা বনাম পেরুফ্লোরিডা
রবিবার, ৩০ জুনসকাল ৬টাকানাডা বনাম চিলিফ্লোরিডা
সোমবার, ১ জুলাই সকাল ৬টামেক্সিকো বনাম ইকুয়েডরঅ্যারিজোনা
সোমবার, ১ জুলাইসকাল ৬টাজ্যামাইকা বনাম ভেনেজুয়েলাটেক্সাস
মঙ্গলবার, ২ জুলাইসকাল ৭টাবলিভিয়া বনাম পানামাফ্লোরিডা
মঙ্গলবার, ২ জুলাইসকাল ৭টা যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়েমিসৌরি
বুধবার, ৩ জুলাইসকাল ৭টাব্রাজিল বনাম কলম্বিয়াক্যালিফোর্নিয়া
বুধবার, ৩ জুলাইসকাল ৭টাকোস্টারিকা বনাম প্যারাগুয়েটেক্সাস

কোয়ার্টার ফাইনাল 

তারিখবাংলাদেশ সময়ম্যাচভেন্যু
শুক্রবার, ৫ জুলাইসকাল ৭টাএ ১ বনাম বি ২টেক্সাস
শনিবার, ৬ জুলাইসকাল ৭টাবি ১ বনাম এ ২টেক্সাস
রবিবার, ৭ জুলাইভোর ৪টাসি ১ বাম ডি ২নেভাডা
রবিবার, ৭ জুলাইসকাল ৭টাডি ১ বনাম সি ২অ্যারিজোনা

সেমিফাইনাল

তারিখবাংলাদেশ সময়ম্যাচভেন্যু
বুধবার, ১০ জুলাই সকাল ৬টাকোয়ার্টার ফাইনাল ১ জয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ২ জয়ীনিউ জার্সি
বৃহস্পতিবার, ১১ জুলাইসকাল ৬টাকোয়ার্টার ফাইনাল ৩ জয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ৪ জয়ীনর্থ ক্যারোলিনা

তৃতীয় স্থান নির্ধারণী

তারিখবাংলাদেশ সময়ম্যাচভেন্যু
রবিবার, ১৪ জুলাই    সকাল ৬টাসেমিফাইনালে পরাজিত দুই দলনর্থ ক্যারোলিনা

ফাইনাল

তারিখবাংলাদেশ সময়ম্যাচভেন্যু
সোমবার, ১৫ জুলাই সকাল ৬টাদুই সেমিফাইনাল জয়ী দলফ্লোরিডা

ক্রিফোস্পোর্টস/১৯জুন২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল