Connect with us
ফুটবল

কোপা আমেরিকা : ভোরে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা, মেসি খেলবেন?

Lionel Messi
লিওনেল মেসি। ছবি - সংগৃহীত

২০২১ কোপা আমেরিকা যেখান থেকে শেষ করেছিল আর্জেন্টিনা, চলতি আসরও যেন ঠিক সেখান থেকেই শুরু করেছে। গতবারের শিরোপাজয়ীরা এবারও আসর শুরু করেছে গ্রুপ পর্বে শতভাগ জয় দিয়ে। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবার মেসি-ডি মারিয়াদের প্রতিপক্ষ ইকুয়েডর। কাল বাংলাদেশ সময় সকাল ৭ টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দু’দল।

এদিকে আলবিসেলেস্তে শিবিরে সব কিছু ঠিক মত চললেও দলের অধিনায়ক লিওনেল মেসির কাল খেলা নিয়ে জেগেছে শঙ্কা। চিলির বিপক্ষে গ্রুপ পর্বে চোট পাওয়ায় ঝুঁকি না নিতে শেষ ম্যাচে খেলেননি লিও। তবে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন তিনি। যদিও তার চোট কতটা গুরুতর সে বিষয়ে ধোঁয়াশা রেখেছে কোচ স্কালোনি। তবে মেসি কাল খেলবেন কি না সে ব্যাপারে তিনি জানান, অনুশীলনের আগে মেসির সাথে কথা বলে তারপরই সিদ্ধান্ত নেয়া হবে।

কাল মেসির খেলা প্রসঙ্গে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে জানায়, আলবিসেলেস্তে দলপতির কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই খেলার জোর সম্ভাবনা রয়েছে। শারীরিকভাবে ভালো বোধ করায় গত পরশু (২ জুলাই) থেকেই দলের সঙ্গে অনুশীলন করছেন তিনি। তবে স্কালোনির আশা ফুল ফিট মেসিকে খেলায় পাওয়া।

আরো পড়ুন : ব্রাজিলকে ‘প্রাপ্য’ পেনাল্টি না দেয়ায় ভুল স্বীকার করলো কনমেবল

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো স্কালোনি টিওয়াইসি স্পোর্টসকে বলেন, ‘লিওর অবস্থা নিয়ে এখনো কথা বলা হয়নি। আমি শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাই। আজ কথা বলবো, সু্স্থ হতে অবশ্যই তাকে সময় দেওয়া উচিত। সে অনুশীলনেও সময় দিচ্ছে। অনুশীলনের আগে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, কাল বাংলাদেশ সময় সকাল ৭ টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিন ও ইকুয়েডর। কাল জিতলে সেমিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ হিসেবে পাবে কানাডা অথবা ভেনেজুয়েলাকে।

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল