Connect with us
ফুটবল

আজ সর্বোচ্চ সংখ্যক ফাউলের ম্যাচ দেখলো কোপা আমেরিকা

Rafinha and Darwin Nunez
রাফিনহা এবং ডারউইন নুনেজ। ছবি - সংগৃহীত

ছন্দময় ফুটবল খেলায় বেশ নাম ডাক রয়েছে লাতিন অঞ্চলের বিশ্বকাপজয়ী দেশগুলোর। আবার কিছু এমন দেশও রয়েছে যারা মেরে খেলতে পছন্দ করে। এক্ষেত্রে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে তাদের ছন্দময় ফুটবল দিয়ে বিশ্বখ্যাতি অর্জন করলেও আজকের (০৭ জুলাই) ব্রাজিল-উরুগুয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচে শৈল্পিকতার লেশমাত্রও ছিল না।

উল্টো সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেমে পুরো ম্যাচে দু’দলই প্রচুর ফাউল করে খেলেছে। ম্যাচে দৃষ্টিনন্দন পাস বা খেলার ছন্দ কিছুই ছিল না। উল্টো খেলা দেখে মনে হচ্ছিলো, দু’দল যেন মেরে খেলার প্রতিযোগিতায় নেমেছে। খেলায় হাতাহাতি, বাক-বিতণ্ডার পাশাপাশি মোট ৪১ বার ফাউল করা হয়েছে। আর এর মাধ্যমে চলমান কোপা আমেরিকায় সর্বোচ্চ ফাউলের রেকর্ড গড়েছে ব্রাজিল-উরুগুয়ের আজকের শেষ আটের ম্যাচ।

৪১ ফাউলের মধ্যে অবশ্য উরুগুয়েই এদিক দিয়ে বেশি এগিয়ে ছিল। লুইস সুয়ারেজের দল মোট ২৬ টি ফাউল করেছে। আর নেইমারবিহীন ব্রাজিলের করা ফাউলের সংখ্যা ১৫ টি। সে তুলনায় হলুদ কার্ড খুব বেশি দেখানো হয়নি। দু’দলেরই দু’জন করে হলুদ কার্ড দেখেছেন। তবে খেলার ৭৪ মিনিটে উরুগুয়ের ডিফেন্ডার নাহিতান নান্দেজকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।

আরো পড়ুন : এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল ভারত

গোল শূণ্য ম্যাচের ৭৪ মিনিটে বল নিয়ে আক্রমণে থাকা ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোকে পেছন থেকে বাজেভাবে ট্যাকেল করেন নাহিতান। এতে রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখালেও ভিএআর রিভিউয়ের পর সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান। ফলে ১০ জনের দলে পরিণত হয় ২০১১ সালে শেষ বার কোপার শিরোপা জেতা উরুগুয়ে। এরপরও ম্যাচের বাকি সময়টায় ব্রাজিল গোল করতে ব্যর্থ হলে খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে গিয়ে ম্যাচটি ৪-২ গোলে জিতে নেয় মার্সেলো বিয়েলসার শিষ্যরা। আর এর মাধ্যমে ২০১১ সালের পর আবারও কোপা আমেরিকার সেমিফাইনালে উঠলো ১৫ বারের শিরোপাজয়ীরা।

ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল