দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার পর্দা উঠবে আগামী ২০ জুন। মহাদেশীয় এই টুর্নামেন্ট সামনে রেখে ইতোমধ্যে ঝালাই কার্যক্রম চালাচ্ছে দলগুলো। আসরটি সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলছে মেসিরা। চলতি মাসের ৯ ও ১৪ তারিখ ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ দুটি খেলবে স্কালোনির শিষ্যরা।
বিশ্বের সবচেয়ে পুরোনো মহাদেশীয় এই আসরের ইতিহাসে সর্বোচ্চ ১৫ বার শিরোপা ঘরে তুলেছে আকাশী-নীলরা। এছাড়া হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ডও রয়েছে আর্জেন্টিরা। এবার ১৬তম শিরোপা জয়ের মিশনেও দলের সঙ্গী হচ্ছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর, লিওনেল মেসি। এটি লিওর সপ্তম কোপা মিশন।
কোপা আমেরিকায় আর্জেন্টিমনার প্রতিপক্ষ কারা?
এক মাস পর আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে কোপা আমেরিকার। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবেন মেসি–ডি মারিয়ারা। গ্রুপ ‘এ’—তে আর্জেন্টিমনার প্রতিপক্ষ কানাডা, চিলি ও পেরু।
কোপা আমেরিকায় আর্জেন্টিমনার ম্যাচ কবে কখন?
গ্রুপ পর্ব
দল | প্রতিপক্ষ | তারিখ | সময় | ভেন্যু |
আর্জেন্টিনা | কানাডা | ২১ জুন | ভোর ৬টা | আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম |
আর্জেন্টিনা | চিলি | ২৬ জুন | ভোর ৭টা | নিউজার্সি |
আর্জেন্টিনা | পেরু | ৩০ জুন | ভোর ৬টা | মায়ামির হার্ড রক স্টেডিয়ামে |
আরও পড়ুন: দুই প্রীতি ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার, ম্যাচ কবে কখন?
ক্রিফোস্পোর্টস/২০মে২৪/এসএ