Connect with us
ফুটবল

১৪টি ভেন্যুতে হবে কোপা আমেরিকা, চূড়ান্ত করলো কনমেবল

আসর শুরুর প্রায় ৮ মাস আগে ২০২৪ সালের কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকার দেশগুলোকে নিয়ে আয়োজিত বিশেষ এই আসরে মোট ১৬টি দেশ অংশ নেবে। আর খেলাগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যের ১৪টি ভেন্যুতে।

আগামী বছর কোপার ৪৮তম আসরটিতে দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকার ৬টি দেশ অংশ নেবে। দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আগেই জানিয়েছে, ২০ জুন উদ্বোধনী ম্যাচটা হবে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। ১৪ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে।

কোপা আমেরিকা সব সময় দক্ষিণ আমেরিকাতেই অনুষ্ঠিত হয়। কিন্তু ২০২৬ বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ওই বিশ্বকাপ সামনে রেখে কোপার এই টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণ হবে আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)।

সম্প্রতি কনমেবল জানিয়েছে, টেক্সাসের আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়াম, হিউস্টনের এনআরজি স্টেডিয়াম, অ্যারিজোনার গ্লেনডালের স্টেট ফার্ম স্টেডিয়াম এবং নেভাডার লাসভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে হবে কোয়ার্টার ফাইনাল।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম এবং নর্থ ক্যারোলিনায় শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে হবে সেমিফাইনাল।

বাকি ভেন্যুগুলো হচ্ছে- টেক্সাস অস্টিনের কিউ-২ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়াম এবং সান্টা ক্লারার লেভিস স্টেডিয়াম, ফ্লোরিডা অরল্যান্ডোর এক্সপ্লোরিয়া ও ক্যানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্ক।

এবার আসরে গ্রুপপর্বের খেলাগুলো হবে ২০২৪ এর ২০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল চলবে ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল দুটি ৯ ও ১০ জুলাই এবং তৃতীয়স্থান নির্ধারণী ১৩ জুলাই। ১৪ জুলাই ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে বিশেষ এই আসরের।

আরও পড়ুন: বাংলাদেশের পুরোনো ইতিহাস কেন মনে করালেন সিঙ্গাপুরের কোচ?

ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল