Connect with us
ফুটবল

কোপার সেমিফাইনালে দল চূড়ান্ত, কবে হবে কার ম্যাচ?

কোপা আমেরিকার শিরোপা। ছবি- সংগৃহীত

আজ সকালে মাঠে গড়িয়েছে কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনাল। যেখানে ব্রাজিলকে বিদায় করে সেমির শেষ টিকিট নিশ্চিত করল উরুগুয়ে। এদিন টাইব্রেকারে ৪-২ গোলে হেরে কোপা আমেরিকার ৪৮তম আসর থেকে ছিটকে গেছে সেলেসাওরা। আর এতে করে চূড়ান্ত হয়েছে চলতি আসরের শেষ চার সেমিফাইনালিস্ট দল।

কোপা আমেরিকার শিরোপা জয়ের লড়াইয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের টিকে রয়েছে আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে ও কলম্বিয়া। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে সেমিফাইনালে থাকছে তাদের গ্রুপ সঙ্গী কানাডা। অপরদিকে ব্রাজিলকে হারিয়ে আসা উরুগুয়ে সেমিফাইনালে লড়বে দীর্ঘ সময় যাবত অপরাজেয় দল কলম্বিয়ার বিপক্ষে।

আগামী ১০ জুলাই (বুধবার) যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬ টায়। পরের দিন বৃহস্পতিবার একই সময় ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে মাঠে নামবে উরুগুয়ে।

এর আগে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে উঠে এসেছে আর্জেন্টিনা। যেখানে এমিলিয়ানো মাল্টিলেজের নৈপুণ্যে টাইব্রেকারে ৪-২ গোলের জয় পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেমিতে প্রতিপক্ষ হিসেবে পাওয়া কানাডার সঙ্গে একই গ্রুপে ছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বের ম্যাচে কানাডাকে ২-০ গলে হারিয়েছিল আলবিসিলেস্তেরা।

এছাড়া কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনালে উঠে এসেছে কানাডা। অপর কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে রীতিমতো বিধ্বস্ত করে টুর্নামেন্টের শেষ চারে উঠে এসেছে কলম্বিয়া। টানা ২৭ ম্যাচ অপরাজেয় থেকেই সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।

আরও পড়ুন: টাইব্রেকারে হেরে ব্রাজিলের বিদায়, সেমিতে উরুগুয়ে

ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল