রাহকিম কর্নওয়াল, ক্রিকেট মাঠের সবথেকে বেশি ওজন যার। ৬ফুট ৮ইঞ্চি লম্বা এই ক্রিকেটারে ওজন ১৪০কেজি। যা বিশ্ব ক্রিকেটে ইতোমধ্যেই তাকে সুপরিচিত করে তুলেছে।
রাহকিম কর্নওয়াল এমন একজন খেলোয়াড় যিনি মাঠে নামলে সকল ভক্তদের দৃষ্টি তার উপরেই থাকে। ক্রিকেটের নেট দুনিয়ায় তার একটি রান আউট ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ রয়্যালসের হয়ে খেলা এই ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ইনিংসের প্রথম বলেই রান নিতে দৌড় দেন।
Tonight's @BetBarteronline magic moment is the run out of Rahkeem Cornwall that set the Saint Lucia Kings off on a fantastic PowerPlay! #CPL23 #SLKvBR #CricketPlayedLouder #BiggestPartyInSport #BetBarter pic.twitter.com/HgDtLWTjmK
— CPL T20 (@CPL) August 18, 2023
তবে রানটি তার জন্য ছিলো খুবই ঝুকিপূর্র। কারণ, অন্যান্য ক্রিকেটারদের মতো তার দেহের ওজন তো সামঞ্জস্যপূর্ণ নয়! তারপরে আর কি, দৌড়ে পৌঁছতে পারলেন না অপর প্রান্তে। হয়ে গেলেন রান আউট!
১৪০ কেজি ওজনের দেহ নিয়ে খুব একটা দৌড়ে রান নেন না এই ক্যারিবিয়ান ওপেনার। তার ধীর গতিতে দৌড়ে রান আউট হওয়ার সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়ে ধারাভাষ্যকার থেকে শুরু করে দর্শক পর্যন্ত সকলে।
গতকাল (১৭ আগস্ট) লুসিয়া কিংস এর দেয়া ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নামে কর্নওয়ালের দল। ব্যাট করতে নেমে শুরুতেই রান আউট হয়ে যায় কর্নওয়াল। পরবর্তীতে ১৪৭ রানেই অলআউট হয়ে যায় তার দল।
আরও পড়ুন : এবি ডি ভিলিয়ার্স জানালেন কারা জিতবে বিশ্বকাপ
ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৩/এমএইচ