Connect with us
ক্রিকেট

তামিমকে অধিনায়ক করে ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ

Cricinfo BPL best XI with Tamim as captain
২০২৫ বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ছবি- সংগৃহীত

প্রায় দেড় মাসব্যাপী বিপিএলের পর্দা নেমেছে গতকাল। মিরপুরে এক হাইভোল্টেজ ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। আসরজুড়ে ব্যাটে-বলে নিয়মিত পারফরম্যান্স করেছেন দেশি ও বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্য থেকে বিপিএলের সেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো।

তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। পুরো আসরে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এই ড্যাশিং ওপেনারকে অধিনায়ক করে সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকইনফো

২০২৫ বিপিএলের সেরা একাদশে সর্বোচ্চ ৩ ক্রিকেটার জায়গা পেয়েছেন রানার্সআপ দল চিটাগং কিংস থেকে। এছাড়া বরিশাল, খুলনা, রংপুর থেকে ২ জন করে এবং সিলেট ও রাজশাহী থেকে একজন করে জায়গা পেয়েছেন। আর চার বিদেশি ক্রিকেটারের মধ্যে পাকিস্তান থেকে ৩ জন এবং ইংল্যান্ড থেকে আছেন ১ জন।


আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাড়তি দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন

» ‘রিশাদের দুই ছক্কাই ফাইনালে ব্যবধান গড়ে দিয়েছে’


ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে রয়েছে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ। খুলনা টাইগার্সের হয়ে ৫১১ রান করেছেন এই ওপেনার। অন্যদিকে তামিম আসরের চতুর্থ সর্বোচ্চ ৪১৩ রান করেছেন। টপ অর্ডারে তামিম-নাঈমদের সঙ্গে রাখা হয়েছে সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান ও চিটাগং কিংসের গ্রাহাম ক্লার্ককে। জাকিরের ব্যাট থেকে ৩ ফিফটিসহ ৩৮৬ রান এসেছে এবং ক্লার্ক বিপিএলের তৃতীয় সর্বোচ্চ ৪৩১ রান করেছেন।

পাঁচ, ছয় ও সাতে আছে দুই অলরাউন্ডার খুশদিল শাহ ও ফাহিম আশরাফ এবং উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। খুশদিল রংপুরের হয়ে ব্যাট হাতে ২৯৮ রানের পাশাপাশি বল হাতে ১৭ উইকেট নিয়েছেন। আর ফাহিম বল হাতে শিকার করেছেন ২০ উইকেট। তবে ব্যাটিংয়ে খুব বেশি সুযোগ না পেলেও ৫ ইনিংসে ১০২রান করেছেন। মাহিদুল ফিনিশিংয়ের ভূমিকায় ১২ ইনিংসে ১৭৮.৫৯ স্ট্রাইক রেটে ৩১৬ রান করেছেন। এছাড়া উইকেটের পেছনে ৭টি ডিসমিসাল করেছেন।

সাতে আছেন চিটাগং কিংসের রহস্য স্পিনার আলিস আল ইসলাম। এবারের আসরে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। তবে ইনজুরির কারণে ফাইনাল খেলতে পারেননি এই উঠতি তারকা। আলিসের সঙ্গে একাদশে আছেন তিন পেসার। রাজশাহীর তাসকিন আহমেদ, চিটাগংয়ের খালেদ আহমেদ ও রংপুর রাইডার্সের আকিফ জাভেদ। এদের মধ্যে তাসকিন এবারের আসরের সর্বোচ্চ ২৫ উইকেট শিকার করেছেন। অন্যদিকে খালেদ ও আকিফ সমান ২০টি করে উইকেট শিকার করেছেন।

ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদিল শাহ, মাহিদুল অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, আকিফ জাভেদ।

ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট