Connect with us
ক্রিকেট

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশে আজও মুস্তাফিজকে রেখেছে ক্রিকইনফো

mustafizur rahman ipl 2024
চেন্নাইয়ের জার্সিতে মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

আজ আইপিএলে ঘরের মাঠে হাইভোল্টেজ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে আতিথেয়তা দেবে চেন্নাই সুপার কিংস। পাঁচ বারের শিরোপাজয়ীরা আসরের শুরুটা ভালো করলেও শেষ দুই ম্যাচ হেরে কিছুটা চাপেই আছে। তাই আজ জয়ের বিকল্প কিছু ভাবছে না ধোনি-রুতুরাজরা। এদিকে আজকের ম্যাচে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে তা প্রকাশ করেছে ক্রিকইনফো, যেখানে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানও আছেন।

আইপিএলের চলমান আসরে চেন্নাইয়ের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন ফিজ। দলের হয়ে শুরুটাও করেছিলেন দুর্দান্ত। প্রথম ম্যাচেই ২৯ রান খরচ করে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। কিন্তু এরপর থেকেই যেন ধীরে ধীরে বোলিংয়ে ধার কমতে শুরু করে বাংলাদেশি কাটার মাস্টারের। নিয়মিত উইকেট পেলেও এ সময়ে বেশ খরুচে ছিলেন তিনি। এরপরও মুস্তাফিজেই ভরসা রাখছেন চেন্নাই টিম ম্যানেজমেন্ট। দলের ফিল্ডিং কোচ রাজিব কুমার মনে করেন, মুস্তাফিজ দলের অন্যতম সেরা বোলার।

তার উপর চিপকের এম. চিদাম্বরমের স্লো উইকেটে মুস্তাফিজের কাটার বেশ কার্যকরীই হওয়ার কথা। সাথে তার স্লোয়ার ডেলিভারিগুলো যে বিশ্বসেরা সেটা মাথায় রেখেই আজও একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি।

অন্য দিকে, পরিসংখ্যান ঘাটতে গেলেও আজকের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই-ই ফেভারিটের আসনে থাকছে। দুই দলের আগের ২০ বারের দেখায় ১৪ বারই জয়ের হাসি হেসেছে চেন্নাই। আর ঘরের মাঠে হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই তো আরও অপ্রতিরোধ্য।

আজ দুই দলের মহাগুরুত্বপূর্ণ লড়াইকে সামনে রেখে ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে। সেখানে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকেও রাখা হয়েছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৮ টায়। 

আরও পড়ুন: প্রথম মিনিটে গোল খেয়ে টানা চার গোল দিলো মেসিরা

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৪/এমএস/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট